ইন্টেল i7 প্রসেসরের সাথে লঞ্চ হল Redmi Book 14 (2023) ল্যাপটপ, রয়েছে ১৬ জিবি র্যাম
Xiaomi আজ অর্থাৎ ২২শে মে তাদের হোম মার্কেটে Redmi Book 14 (2023) নামের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করল। Redmi Book-সিরিজের অধীনে আগত এই লেটেস্ট মডেলটিতে - ২.৮কে ডিসপ্লে প্যানেল, ১২ তম প্রজন্মের ইন্টেল এইচ-সিরিজ i5/i7 প্রসেসর, উইন্ডোজ ১১ হোম ওএস ভার্সন, ১৬ জিবি র্যাম, ডলবি অ্যাটমস সমর্থিত সাউন্ড সিস্টেম, কী-বোর্ড ব্যাকলাইটিং, ফিঙ্গারপ্রিন্ট রিকোগনিশন ইত্যাদির মতো উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে। ডিভাইসটি ১৮০-ডিগ্রি পর্যন্ত বাঁকিয়ে ব্যবহার করা যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। চলুন Redmi Book 14 (2023) ল্যাপটপের দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক…
Xiaomi Redmi Book 14 (2023) -এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি বুক ১৪ (২০২৩) ল্যাপটপে সরু বেজেল পরিবেষ্টিত ১৪-ইঞ্চির ২.৮কে (২৮৮০x১৮০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ১৬:১০ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৩০০ নিট ব্রাইটনেস, ১০০% sRGB কালার গ্যামেট, ডলবি ভিশন এবং ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য আলোচ্য ল্যাপটপে ১২তম প্রজন্মের ইন্টেল কোর i7-12700H অথবা নিম্নতর কোর i5-12500H প্রসেসর থাকছে। আবার গ্রাফিক্স কার্ড হিসাবে ইন্টেল আইরিশ এক্সই জিপিইউ পাওয়া যাবে। শাওমির এই নয়া ডিভাইসে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত PCIe 4.0 স্টোরেজ বিদ্যমান। এটি লেটেস্ট উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, রেডমি বুক সিরিজের এই নয়া ল্যাপটপটি এনএফসি (NFC) ওয়ান-টাচ ট্রান্সমিশন, ওয়ান-কি হটস্পট, ডলবি অ্যাটমস এবং পোর্ট্রেট সেন্টারিং প্রযুক্তির সাপোর্ট অফার করে। অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ফোর-মাইক আর্কিটেকচার এবং এআই নয়েজ রিডাকশন ফিচার সমর্থিত সাউন্ড সিস্টেম রয়েছে। এই ল্যাপটপে - কীবোর্ড ও মাউস শেয়ারিং, অ্যাপ্লিকেশন ট্রান্সফার এবং মিররিং এক্সপ্যানশনের মতো অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে। এছাড়া কীবোর্ড ব্যাকলাইটিং এবং ফিঙ্গারপ্রিন্ট রিকোগনিশন বৈশিষ্ট্যের সুবিধাও উপলব্ধ।
নতুন Xiaomi Redmi Book 14 (2023) অল-অ্যালুমিনিয়াম চ্যাসিস বডি সহ এসেছে। এটি ইন্টিগ্রেটেড হিঞ্জ ডিজাইন অফার করে, যা ইউজারকে এই ল্যাপটপের স্ক্রিন প্যানেলকে ১৮০-ডিগ্রি পর্যন্ত বাঁকানোর অনুমতি দেবে। আলোচ্য ডিভাইসের কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে - ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই ৬ই, NFC, MIMO, এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ জেন পোর্ট এবং ইউএসবি ২.০ পোর্ট৷ পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫৬Whr ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। আর ডিভাইসটির সাথে একটি ১০০ ওয়াট GaN ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে রয়েছে। পরিশেষে, Redmi Book 14 (2023) ল্যাপটপের ওজন মাত্র ১.৩৭ কেজি এবং পরিমাপ ৩১২.২x২২০.১x১৫.৯ মিমি।
Xiaomi Redmi Book 14 (2023) -এর দাম
শাওমি রেডমি বুক ১৪ (২০২৩) ল্যাপটপের ইন্টেল কোর আই৫ (i5) প্রসেসর ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৬০০ টাকা) থেকে৷ এটিকে - স্টার গ্রে এবং স্টারলাইট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
ভারত সহ বিশ্বব্যাপী এই নয়া শাওমি ল্যাপটপকে কতদিনে লঞ্চ করা হতে পারে, সেই তথ্য এখনো প্রকাশ করা হয়নি।