HMD Arc কম দামে অসাধারণ ডিজাইন সহ লঞ্চ হল, ডুয়েল ক্যামেরা সহ রয়েছে 5000mAh ব্যাটারি
HMD Arc Launched: এইচএমডি আর্ক ফোন অ্যান্ড্রয়েড 14 গো ভার্সনে চলে। এই স্মার্টফোনে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক 9863A প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5000mAh ব্যাটারি।
HMD আজ চুপিচুপি Arc নামে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করেছে। আপাতত থাইল্যান্ডে লঞ্চ হয়েছে এই ফোনটা। এটি ব্র্যান্ডের থাইল্যান্ড ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 গো ভার্সনে চলে। HMD Arc স্মার্টফোনে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক 9863A প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5000mAh ব্যাটারি। আসুন এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
HMD Arc এর দাম ও প্রাপ্যতা
এইচএমডি আর্ক এর দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে এর মূল্য বাজেটের মধ্যে থাকবে। ফোনটি 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আপাতত ডিভাইসটি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে।
HMD Arc এর ফিচার ও স্পেসিফিকেশন
এইচএমডি আর্ক স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.52-ইঞ্চি এইচডি + (1280×576 পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা 60Hz রিফ্রেশ রেট এবং 460 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে শক্তিশালী ইউনিসক 9863A চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
এই ফোনে পাওয়া যাবে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এইচএমডি আর্ক ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 (Go সংস্করণ) অপারেটিং সিস্টেমে চলবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP54 রেটিং সহ আছে।
এইচএমডি আর্ক ফোনের অন্যতম বিশেষ ফিচার হল 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে সারাদিন চলবে। ক্যামেরা সম্পর্কে বললে, এইচএমডির নতুন স্মার্টফোনের পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর। এইচএমডি গ্লোবাল নিশ্চিত করেছে যে, এইচএমডি আর্ক দুই বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।