একধাক্কায় 10 হাজার টাকার বেশি সস্তা হল Huawei Pure 70 Ultra ফ্ল্যাগশিপ ফোন

হুয়াওয়ে পিওর 70 আল্ট্রা মডেলে 120Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ডিমিং প্রযুক্তি সহ 6.8-ইঞ্চি OLED LTPO ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কুনলুন গ্লাস।

Update: 2024-12-23 08:55 GMT

হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Huawei Pure 70 Ultra ফোনের দাম অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলে যারা সস্তায় প্রিমিয়াম ফিচারের ফোন খোঁজ করছিলেন তারা এই ডিভাইসটি কিনতে পারেন। এর পাশাপাশি, হুয়াওয়ে এই ডিভাইসের নতুন 12 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে, যার দাম 7,499 ইউয়ান (প্রায় 87,000 টাকা)। আগে এই ফোনের কেবল 16 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যেত।

Huawei Pure 70 Ultra এর 16 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম কমানো হল

নতুন ভ্যারিয়েন্ট ছাড়াও হুয়াওয়ে পিওর 70 আল্ট্রা এর 16 জিবি র‌্যাম মডেলের দামও কমিয়েছে সংস্থাটি। ফোনটির 16 জিবি + 512 জিবি ভ্যারিয়েন্টটি এখন 7,999 ইউয়ান (প্রায় 93,000 টাকা) মূল্যে পাওয়া যাবে, যার আগে দাম ছিল 8,999 ইউয়ান (প্রায় 104,000 টাকা)। আবার 16 জিবি +1 টিবি ভ্যারিয়েন্টের দাম এখন 8,999 ইউয়ান (প্রায় 1,04,000 টাকা), যা আগে ছিল 9,999 ইউয়ান (প্রায় 1,16,000 টাকা)।

আল্ট্রা মডেলের ফিচার

স্পেসিফিকেশনের দিক থেকে, হুয়াওয়ে পিওর 70 আল্ট্রা মডেলে 120Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ডিমিং প্রযুক্তি সহ 6.8-ইঞ্চি OLED LTPO ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কুনলুন গ্লাস। পারফরম্যান্সের জন্য এতে কিরিন 9010 চিপসেট উপস্থিত। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল রিট্রাক্টেবল লেন্স, 40 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 50 মেগাপিক্সেল ম্যাক্রো টেলিফটো।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত।

Tags:    

Similar News