Oppo Reno 13 ভারতে পাওয়া যাবে এক্সক্লুসিভ কালারে, লঞ্চের আগে ছবি ফাঁস

Oppo Reno 13 ফোনে 6.59 ইঞ্চি 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসে দেওয়া ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 1200 নিটস।

Update: 2024-12-23 08:25 GMT

অপ্পো তাদের নতুন স্মার্টফোন সিরিজ Oppo Reno 13 গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরা ফোকাসড সিরিজের ফোনগুলি মিড রেঞ্জ সেগমেন্টে আসতে পারে। নভেম্বর মাসে চীনে এই সিরিজের ডিভাইসগুলি প্রথমবার লঞ্চ হয়েছিল। এবার এগুলি 2025 সালের জানুয়ারিতে বিশ্ব বাজারে পা রাখবে। তার আগে আজ Oppo Reno 13 এর ভারতীয় ভ্যারিয়েন্টের লাইভ ইমেজ ফাঁস হয়েছে। 91মোবাইলস তাদের রিপোর্টে এই ফোনের ব্র্যান্ড নিউ ডার্ক ব্লু বা পার্পল শেডের ছবি শেয়ার করেছে।

উল্লেখ্য, চীনে Oppo Reno 13 ব্ল্যাক, ব্লু এবং পার্পেল কালারে পাওয়া যায়। এর ডিজাইনের কথা বললে, চাইনিজ এবং ভারতীয় ভ্যারিয়েন্টে কোনও পার্থক্য দেখা যাবে না। আর এই ফোনে AI ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যা রিং শেপ LED-এর সাথে আসবে। আবার এর ব্যাক প্যানেল হতে পারে গ্লাসের। ডিভাইসটির ফ্রেমও স্ট্রং মেটালের মতো দেখাবে। চলুন Oppo Reno 13 এর চীনা ভ্যারিয়েন্টের ফিচার দেখে নেওয়া যাক।

Oppo Reno 13 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ওপ্পো-র এই ফোনে 6.59 ইঞ্চি 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসে দেওয়া ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 1200 নিটস। এটি 16 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্স জন্য এতে Mali-G615 MC6 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5600mAh। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News