ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার ছাড়াই 25000 টাকা ডিসকাউন্ট, 200 মেগাপিক্সেল ক্যামেরার Samsung ফোন বিরাট সস্তা
Samsung Galaxy S24 Ultra ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট, 2600 নিটস পিক ব্রাইটনেস সহ 6.8-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা আর্মার প্রোটেকশন।
মোবাইল ফটোগ্রাফির শখ পূরণের জন্য অনেকেই ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোন কেনেন। আপনিও যদি সেই দলে থাকেন তাহলে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G ডিভাইসটি বেছে নিতে পারেন। তবে এছাড়াও ভালো ক্যামেরার অনেক ফোন আছে, কিন্তু আমরা নির্দিষ্ট করে এই Samsung স্মার্টফোনের কথা বলছি কারণ ই-কমার্স প্ল্যাটফর্মে এটি লঞ্চের সময়ের থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। আজ্ঞে হ্যাঁ! Samsung Galaxy S24 Ultra এর উপর 25,000 টাকা ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে আরও অনেক অফার।
সরাসরি 25000 টাকা ছাড়
স্যামসাংয়ের অফিসিয়াল সাইটে Samsung Galaxy S24 Ultra 5G এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,21,999 টাকা। টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম অরেঞ্জ, টাইটানিয়াম ইয়েলো, টাইটানিয়াম ব্লু, টাইটানিয়াম গ্রিন এবং টাইটানিয়াম ভায়োলেট কালার অপশনে পাওয়া যাচ্ছে ফোনটি।
তবে স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা এর টাইটানিয়াম গ্রে কালার ভ্যারিয়েন্ট অ্যামাজনে মাত্র 97,000 টাকায় বিক্রি হচ্ছে। এই দাম 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। অর্থাৎ, ই-কমার্স প্ল্যাটফর্মে, ডিভাইসটি আসল দামের চেয়ে 24,999 টাকা কমে পাওয়া যাচ্ছে।
এছাড়া আপনার যদি কোনও পুরানো ফোন এক্সচেঞ্জ করার থাকে তবে আপনি 48,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও নিতে পারবেন। আপনি যদি ফুল এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পান তবে এটি 48,900 টাকায় কিনে নেওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ আপনার পুরানো ফোনের অবস্থা, মডেল এবং ব্র্যান্ডের উপর নির্ভর করবে।
Samsung Galaxy S24 Ultra এর ফিচার
এই ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট, 2600 নিটস পিক ব্রাইটনেস সহ 6.8-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা আর্মার প্রোটেকশন। এতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে গ্যালাক্সি এআই ফিচারও সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 200-মেগাপিক্সেল ওয়াইড রিয়ার ক্যামেরা, 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ওআইএস সহ 50-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ওআইএস সহ 10-মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সহ 5000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। এতে এস পেনও পাওয়া যাবে।