15 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, iPhone 15 ও iPhone 15 Pro কেনার সেরা সুযোগ হাতছাড়া করবেন না
ফ্লিপকার্টে চলমান বিগ সেভিং ডেজ সেলে iPhone 15 সিরিজের ফোনগুলি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। iPhone 15 এবং iPhone 15 Pro সেলে 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
আপনি যদি iPhone 15 ও iPhone 15 Pro কেনার কথা ভেবে থাকেন তবে এটা উপযুক্ত সময় হতে পারে। কারণ ফ্লিপকার্টে চলমান বিগ সেভিং ডেজ সেলে iPhone 15 সিরিজের ফোনগুলি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। iPhone 15 এবং iPhone 15 Pro সেলে 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন উভয় ফোনের সাথে কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।
আইফোন 15 ফোনে দারুণ ছাড়
আইফোন 16 লঞ্চের পরে, অ্যাপল আইফোন 15 সিরিজের দাম কমানো হয়েছে। অ্যাপল 69,900 টাকায় আইফোন 15 লঞ্চ করেছিল। তবে ফ্লিপকার্টে বর্তমানে এটি 11,401 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। যারপর এই ফোনটি আপনি 58,499 টাকায় কিনতে পারবেন। এছাড়াও প্রতি মাসে 2057 টাকা থেকে ইএমআই দিয়েও এটি কেনা যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 5% ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া এই ফোনের সাথে 40,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাবে।
iPhone 15 Pro এর সাথে 15,000 টাকার বিশাল ছাড়
আইফোন 15 প্রো এর ফ্লিপকার্টে দাম শুরু হয়েছে 1,19,900 টাকা থেকে। এই ডিভাইসটি ভারতে 1,34,900 টাকায় লঞ্চ হয়েছিল, যার অর্থ ক্রেতারা কোনও শর্তাবলী ছাড়াই 15,000 টাকা ছাড় পাচ্ছেন। উপরন্তু, ইএমআই অপশন প্রতি মাসে 4,216 টাকা থেকে শুরু হবে। আইফোন 15 প্রো এর সাথেও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের অফার পাওয়া যাবে। আর পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 60,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।
আইফোন 15 এর ফিচার
আইফোন 15 মডেলে রয়েছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এতে ডায়নামিক আইল্যান্ড ফিচার। ফটোগ্রাফির জন্য এই মডেলে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল। ফোনে 12 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
iPhone 15 Pro এর স্পেসিফিকেশন
আইফোন 15 প্রো স্মার্টফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক ব্রাইটনেস 2,000 নিটস এবং সামনে সিরামিক শিল্ড রয়েছে সুরক্ষার জন্য। ডিভাইসটি A17 Pro চিপসেট দ্বারা চালিত। এতে 48 মেগাপিক্সেল OIS প্রাইমারি + 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + 12 মেগাপিক্সেল টেলিফটো রিয়ার এবং 12MP সেলফি শুটার রয়েছে। এতে 15W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে।