ভারতে আসছে দুর্ধর্ষ ফিচারের Xiaomi 15 Ultra, বাঘা বাঘা ফোনকেও হারাবে, পেল BIS থেকে ছাড়পত্র
শাওমি 15 আল্ট্রা 25010PN30I মডেল নম্বর সহ BIS সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। মডেল নম্বরটির শেষে একটি 'আই' থাকার অর্থ, এটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট।
শাওমি শীঘ্রই তাদের ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 15 Ultra এবার লঞ্চ করতে চলেছে। ডিভাইসটি এই বছরের শুরুতে Xiaomi 14 Ultra এর উত্তরসূরি হিসাবে আসবে। তবে তার আগে এখন Xiaomi 15 Ultra কে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেছে। ফলে বলা যায় শীঘ্রই ভারতে ডিভাইসটি পা রাখবে। শাওমি আল্ট্রা সিরিজে সবসময় প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার অফার করে, নতুন মডেলের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না।
Xiaomi 15 Ultra পেল BIS থেকে ছাড়পত্র
শাওমি 15 আল্ট্রা 25010PN30I মডেল নম্বর সহ BIS সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। মডেল নম্বরটির শেষে একটি 'আই' থাকার অর্থ, এটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। ফোনটি এই মাসের শুরুতে চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকেও অনুমোদন পেয়েছিল। এখান থেকে জানা গেছে, স্মার্টফোনটি 90W ম্যাক্স ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও বিআইএস লিস্টিং থেকে ডিভাইসটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Xiaomi 14 Ultra। এই ফোনের সিঙ্গেল 16 জিবি র্যাম এবং 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 99,999 টাকা।
Xiaomi 15 Ultra এর ফিচার (ফাঁস)
ডিসপ্লে: শাওমি 15 আল্ট্রা এর ডিসপ্লে সাইজ শাওমি 14 আল্ট্রা এর মতোই হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 1,440×3,200 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটের 6.73-ইঞ্চি 2K LTMO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
প্রসেসর: হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দ্বারা চালিত হবে।
ব্যাটারি: এই ফোনে 5,450mAh থেকে 5,800mAh ব্যাটারি থাকতে পারে।
ক্যামেরা: শাওমি 15 আল্ট্রা এর পিছনে f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।
Photo Credit: smartprix