Lava Yuva 2 5G মাত্র 9499 টাকায় মার্ভেল ফিনিশ ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল, দেখুন ফিচার
লাভা যুবা 2 5G ফোনের 4GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 9,499 টাকা। এটি একটি স্টোরেজ মডেলে এসেছে। ডিভাইসটি ব্ল্যাক ও হোয়াইট কালারে পাওয়া যাবে।;
ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা আজ তাদের লেটেস্ট স্মার্টফোন Lava Yuva 2 5G লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে 10 হাজার টাকার কম। ফোনটি ব্যাকলাইট ডিজাইনের সাথে এসেছে, যেকারণে কল এবং নোটিফিকেশন এলে আলো জ্বলবে। Lava Yuva 2 5G পাঞ্চ-হোল ডিজাইন ডিসপ্লে এবং প্রিমিয়াম মার্বেল ফিনিশ অফার করবে। এর পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত, যা ইমেজিং ফিচারের সাথে এসেছে। চলুন জেনে নেওয়া যাক Lava Yuva 2 5G এর দাম, কালার ভ্যারিয়েন্ট এবং সমস্ত ফিচার সম্পর্কে:
Lava Yuva 2 5G ফোনের দাম এবং ভারতে উপলব্ধতা
লাভা যুবা 2 5G ফোনের 4GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 9,499 টাকা। এটি একটি স্টোরেজ মডেলে এসেছে। ডিভাইসটি ব্ল্যাক ও হোয়াইট কালারে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি প্রিমিয়াম মার্বেল ফিনিশ সহ লঞ্চ হয়েছে। এর আগে আমরা ওয়ানপ্লাস 11 এবং হুয়াওয়ে P60 প্রো এর মতো ফোনে মার্বেল ফিনিশ দেখেছি। আজ থেকে লাভার রিটেইল আউটলেট থেকে ফোনটি কেনা যাবে।
Lava Yuva 2 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে: লাভা যুবা 2 5G ডিভাইসের সামনে দেখা যাবে 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট, 700 নিটস ব্রাইটনেস এবং সেন্টার পাঞ্চ-হোল কাটআউট সহ এসেছে।
প্রসেসর ও র্যাম: পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T760 চিপসেট। এতে ৪ জিবি ফিজিক্যাল র্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র্যাম সহ মোট ৮ জিবি র্যাম পাওয়া যাবে। এর পাশাপাশি আছে 128 জিবি স্টোরেজ।
ক্যামেরা: এর পিছনে 50 মেগাপিক্সেল + 2 মেগাহার্টজ এআই ক্যামেরা সেটআপ এবং সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: লাভার এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে।
অন্যান্য ফিচার: এই ডিভাইসে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ফেস-আনলকিং অপশন। লাভা এই ফোনের সাথে ঘরে বসেই 1 বছরের ওয়ারেন্টি এবং বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।