40 হাজার টাকা ছাড়, OnePlus Open ফোন কোনো শর্ত ছাড়াই বিপুল ছাড়ে, মাসিক কিস্তি দিয়েও কেনা যাবে
OnePlus Open ফোনের এমারেল্ড ডাস্ক কালার ভ্যারিয়েন্টটি অ্যামাজনে মাত্র 99,999 টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ লঞ্চ মূল্যের চেয়ে 40,000 টাকা কম।;
ওয়ানপ্লাস তাদের নতুন বুক-স্টাইলের ফোল্ডেবল ফোন OnePlus Open 2 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে এটি লঞ্চ হতে পারে। কিন্তু নতুন মডেল আসার আগেই বর্তমান মডেল অর্থাৎ OpenPlus Open এর স্টক শেষ করতে এর দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থাটি। ডিভাইসটি এখন লঞ্চের সময়ের তুলনায় 40,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।
জানিয়ে রাখি, OnePlus Open কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন এবং এটি 2023 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল। সে সময় ডিভাইসটির দাম বেশ বেশি ছিল। তবে এখন এটি অনেক সাশ্রয়ী হয়ে উঠেছে। তাই আপনি যদি ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চান, তাহলে ওয়ানপ্লাস ওপেন কিনতে পারেন।
ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার ছাড়াই 40,000 টাকা ডিসকাউন্ট
সেপ্টেম্বরে Amazon Great Indian Festival 2024 সেলের পর এই প্রথম ভারতে OnePlus Open-এর দাম 1 লক্ষ টাকার নিচে। ভারতে লঞ্চের সময়, ওয়ানপ্লাস ওপেনের দাম ছিল 1,39,999 টাকা। এই মূল্য 16GB র্যাম এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। এই ভ্যারিয়েন্টটি দুটি কালারে লঞ্চ করা হয়েছিল - এমারেল্ড ডাস্ক এবং ভয়েজার ব্ল্যাক। বর্তমানে ফোনের এমারেল্ড ডাস্ক কালার ভ্যারিয়েন্টটি অ্যামাজনে মাত্র 99,999 টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ লঞ্চ মূল্যের চেয়ে 40,000 টাকা কম।
আবার আপনি যদি একবারে এত টাকা খরচ করতে না চান, তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট ইএমআই বিকল্প পাবেন। এছাড়া আপনার যদি এক্সচেঞ্জ করার মতো পুরানো ফোন থেকে থাকে, তাহলে আপনি এক্সট্রা এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও নিতে পারেন।
OnePlus Open এর ফিচার
ওয়ানপ্লাস ওপেনে রয়েছে 7.82 ইঞ্চি 2K ফ্লেক্সি-ফ্লুইড এলটিপিও 3.0 অ্যামোলেড প্রাইমারি স্ক্রিন এবং 6.31 ইঞ্চি 2K এলটিপিও 3.0 সুপার ফ্লুইড অ্যামোলেড কভার ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট, ফোল্ডেবল ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। উভয় ডিসপ্লে, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2800 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ওপেনে হ্যাসেলব্ল্যান্ড-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 64-মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য, ভিতরের স্ক্রিনে 20-মেগাপিক্সেল সেন্সর এবং বাইরের স্ক্রিনে 32-মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। স্মার্টফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 67W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বাক্সে পাওয়া যাবে 80W চার্জার।