চলেছে ধামাকা Amazon Sale, মাত্র 7999 টাকায় 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 16GB র্যামের ফোন
itel S24 ফোনে 720×1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে HD+ রেজোলিউশন ও 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।;
আপনি যদি 10,000 টাকারও কম দামে সেরা ক্যামেরা ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর। অ্যামাজনে চলমান আইটেল ডেজ সেলে আপনি 108 মেগাপিক্সেল প্রধান ক্যামেরার স্মার্টফোন – itel S24 বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে। এই ফোনের 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,499 টাকা। 2 জানুয়ারি পর্যন্ত চলা এই সেলে 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে এটি কেনা যাবে।
সেলে itel S24 ফোনের সাথে থাকছে আরও ক্যাশব্যাকও। পুরানো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ডিসকাউন্টও আদায় করে নেওয়া যাবে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
itel S24 এর ফিচার ও স্পেসিফিকেশন
আইটেল S24 ফোনে 720×1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে HD+ রেজোলিউশন ও 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনে মেমোরি ফিউশন ফিচারও উপলব্ধ, যা এর মোট র্যাম বাড়িয়ে 16 জিবি করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও G91 চিপসেট ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য ফোনের পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা।
যার প্রাইমারি সেন্সরের রেজোলিউশন 108 মেগাপিক্সেল। ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক আইটেল ওএস 13 কাস্টম স্কিনে চলবে।