Best Selfie Camera: সেরা সেলফি ক্যামেরা ফোন, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার তিন ডিভাইস
সেরা সেলফি ক্যামেরা স্মার্টফোন - Vivo V40, Oppo Reno 12 Pro, Motorola Edge 40 Pro;
চলতি বছরে ভারতের বাজারে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাশ্চর্য সেলফি ক্যামেরা সহ আসা কয়েকটি ফোন। এদের মধ্যে থেকে এই প্রতিবেদনে আমরা 2024 সালে লঞ্চ হওয়া তিনটি সেরা সেলফি ক্যামেরা হ্যান্ডসেট সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই ফোনগুলিতে আপনি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। বিশেষ বিষয় হল এই ডিভাইসগুলির রিয়ার ক্যামেরা সেটআপও চমকপ্রদ। এছাড়া পাওয়ারফুল প্রসেসর এবং দুর্দান্ত ডিসপ্লেও রয়েছে ডিভাইসগুলিতে। আর আলোচ্য তিনটি সেরা সেলফি স্মার্টফোন Vivo, Oppo, Motorola ব্র্যান্ডের অন্তর্গত।
সেরা সেলফি ক্যামেরা স্মার্টফোন
Vivo V40
সেলফি ও রিল তৈরির জন্য ভিভোর এই ফোনটি অন্যতম সেরা ডিভাইস। এতে আপনি 50-মেগাপিক্সেল অটোফোকাস সেলফি ক্যামেরা পাবেন। এই ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া ডিভাইসের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। ভিভোর এই ডিভাইসে আছে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 4500 নিটস ব্রাইটনেস অফার করে। এতে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট পাওয়া যাবে। এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo Reno 12 Pro
অপ্পোর এই স্মার্টফোনে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা এআই ফিচারের সাথে এসেছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। এই ফোনে 6.7 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এই ফুল HD+ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে এতে রয়েছে ডাইমেনসিটি 7300 এনার্জি। এই ডিভাইসে 80W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Motorola Edge 40 Pro
সেলফি প্রেমীদের জন্যও মোটোরোলার এই ফোনটি দুর্দান্ত। এতে আপনি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। এর রিয়ার ক্যামেরা সেটআপে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 10-মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বর্তমান। আর সামনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি 1.5K pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে রয়েছে গরিলা গ্লাস 5। এই মোটোরোলা ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেটে কাজ করে। এই স্মার্টফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।