বাজারে আসতেই সবাইকে পিছনে ফেলবে Apple ফোল্ডেবল iPhone, লঞ্চ হবে iPhone 18 এর সাথে

ফোল্ডেবল আইফোন আনুষ্ঠানিকভাবে 2026 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হতে পারে, সম্ভবত আইফোন 18 লাইনআপের সাথে।;

Update: 2024-12-28 05:09 GMT

অ্যাপলের প্রথম ফোল্ডেবল iPhone নিয়ে কয়েকবছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং, হুয়াওয়ে ও মোটোরোলার মতো প্রতিদ্বন্দ্বীদের অনুসরণ করে আগামী বছর ফোল্ডেবল ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে Apple। এবার এক নির্ভরযোগ্য টিপস্টার ফোল্ডেবল আইফোন সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। তার দাবি, অ্যাপলের ফোল্ডেবল ফোনে স্যামসাংয়ের উন্নত ডিসপ্লে ব্যবহার করা হবে এবং এটি 2026 সালে লঞ্চ হবে। অ্যাপলের ফোল্ডেবল ফোনে বিশেষত্ব কী থাকবে, চলুন দেখে নেওয়া যাক...

Apple Foldable iPhone মডেলে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি

কোরিয়ান প্রকাশনা সংস্থা কিপোস্টকে টিপস্টার জুকানলোসারিভ জানিয়েছেন, আগামী বছরের মে মাসে প্রথম ফোল্ডেবল আইফোনের উৎপাদন শুরু করবে অ্যাপল। এটি গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের ফোনগুলির মতো ডিজাইন সহ আসতে পারে। অর্থাৎ বই-স্টাইলের ফোল্ডেবল ফোন হবে, দ্রুত কাজের জন্য একটি ছোট বাইরের ডিসপ্লে এবং ভিতরে বড় স্ক্রিন থাকবে যা খোলার সময় ট্যাবলেটের মতো অভিজ্ঞতা দেবে।

2026 সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে

এই ফোল্ডেবল আইফোন আনুষ্ঠানিকভাবে 2026 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হতে পারে, সম্ভবত আইফোন 18 লাইনআপের সাথে।

সংস্থাটি প্রতি বছর এত মিলিয়ন ইউনিট তৈরি করবে

টিপস্টার আরও বলেছেন যে, এই ফোল্ডেবল ফোনের জন্য বছরে 15-20 মিলিয়ন (1.5 থেকে 2 কোটি) ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাপল। সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন লাইনআপের মতো, স্যামসাং ডিসপ্লে ফোল্ডেবল আইফোনের জন্য ফোল্ডেবল OLED প্যানেল সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এটি অত্যাধুনিক প্রযুক্তি সহ আসবে বলে জানা গেছে যা বিদ্যমান সমস্ত ফোল্ডেবল স্মার্টফোনকে ছাড়িয়ে যাবে।

ফোল্ডেবল আইফোনে থাকতে পারে বড় ডিসপ্লে

তবে ফোল্ডেবল ফোন বাজারে আনার পরিকল্পনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে দুটি ফোল্ডেবল ডিভাইস বাজারে আনার লক্ষ্য নিয়েছে অ্যাপল। একটি 19 ইঞ্চি স্ক্রিনের সাথে বৃহত্তর ডিভাইস হতে পারে এবং অন্যটি একটি ছোট মডেল হতে পারে যা আইফোন 16 প্রো ম্যাক্সের চেয়ে বড় স্ক্রিনের সাথে একটি ফোল্ডেবল আইফোন হিসাবে কাজ করবে।

লঞ্চের পর ফোল্ডেবল আইফোনটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ, ভিভো এক্স ফোল্ড সিরিজ, ওয়ানপ্লাস ওপেন, গুগলের পিক্সেল 9 প্রো ফোল্ড এবং হুয়াওয়ের মেট সিরিজের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Photo Credit: Digit

Tags:    

Similar News