Moto G35: 10 হাজার টাকার কমে সবচেয়ে দ্রুত 5G ফোন লঞ্চ করল মোটো, 50MP ক্যামেরা সহ রয়েছে 12GB র‌্যাম

Moto G35 5G এর 4GB র‌্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 9,999 টাকা। স্মার্টফোনটির প্রথম সেল শুরু হবে 16 ডিসেম্বর দুপুর 12 টা থেকে।

Update: 2024-12-10 08:59 GMT

Moto G35 5G Launched

আজ Motorola তাদের নতুন 5G ফোন Moto G35 ভারতে লঞ্চ করল। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে 10 হাজার টাকার কম। সংস্থাটি দাবি করেছে যে এতে 12 টি 5G ব্যান্ড সাপোর্ট করবে এবং এটি সেগমেন্টের দ্রুততম 5G ফোন। আর মোটোরোলার এই ডিভাইসে র‌্যাম বুস্ট ফিচারের মাধ্যমে মোট 12 জিবি র‌্যাম পাওয়া যাবে। এছাড়াও মোটো G35 5G ফোনে আছে 5000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এর ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ দেখা যাবে।

Moto G35 5G দাম এবং প্রথম সেল

মোটো G35 5G এর 4GB র‌্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 9,999 টাকা। স্মার্টফোনটির প্রথম সেল শুরু হবে 16 ডিসেম্বর দুপুর 12 টা থেকে। ফ্লিপকার্ট ছাড়াও সংস্থার অফিসিয়াল সাইট থেকে ডিভাইসটি কেনা যাবে। এটি পেয়ারা রেড, লিফ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক কালারে এসেছে।

Moto G35 5G এর ফিচার স্পেসিফিকেশন

মোটো G35 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, ভিশন বুস্টার এবং নাইট ভিশন মোড সাপোর্ট সহ এসেছে। পারফরম্যান্সের জন্য ফোনে ইউনিসোক T760 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে 4 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আবার এতে অতিরিক্ত 8 জিবি ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানির দাবি এতে দুই বছর ধরে ওএস আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ক্যামেরা ও ব্যাটারিও চমৎকার

ফটোগ্রাফির জন্য, মোটোরোলার নতুন হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর রিয়ার ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পাওয়ার দেওয়ার জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 20W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি IP52 রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। সাউন্ডের জন্য মোটো G35 5G স্মার্টফোনে ডলবি অ্যাটমস সাপোর্টসহ ডুয়াল স্পিকার সেটআপ উপস্থিত। ডিভাইসটি থিংকশিল্ড সুরক্ষার সাথে এসেছে।

সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও আছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, এ-জিপিএস, এলটিইপিপি, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক।

Tags:    

Similar News