6 বছরেও নষ্ট হবে না, 3 হাজার টাকা ডিসকাউন্টে Samsung এর সবচেয়ে সস্তা 6 বছর আপডেট পাওয়া ফোন

ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে Samsung Galaxy A16 5G ফোনটি কোনও শর্ত ছাড়াই 3401 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এটি লঞ্চ হয়েছিল 18,999 টাকায়। তবে বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে 15,598 টাকায় কেনা যাচ্ছে।

Update: 2024-12-24 15:50 GMT

Samsung এর লেটেস্ট 5G ফোন এখন বাম্পার ছাড়ে কেনার সুযোগ। স্যামসাংয়ের 6 বছরের সিকিউরিটি প্যাচ ও 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া সবচেয়ে সস্তা স্মার্টফোন এটি। আমরা কথা বলছি Samsung Galaxy A16 5G সম্পর্কে। এটি ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে অফারে পাওয়া যাচ্ছে। এতে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ফাস্ট চার্জিং ব্যাটারি রয়েছে। আসুন এই ফোনের সাথে কি কি ডিল পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A16 5G ডিভাইসের সাথে সবচেয়ে বড় ছাড়

ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে গ্যালাক্সি A16 5G ফোনটি কোনও শর্ত ছাড়াই 3401 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এটি লঞ্চ হয়েছিল 18,999 টাকায়। তবে বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে 15,598 টাকায় কেনা যাচ্ছে। এছাড়া আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তবে আপনি 5% ক্যাশব্যাক পাবেন।

Samsung Galaxy A16 5G ফোনের ফিচার

স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস 1330 চিপসেট। ডিভাইসটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে। স্যামসাংয়ের এই ডিভাইসে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

স্যামসাং গ্যালাক্সি A16 5G অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক ওয়ান ইউআই 6.1.1 কাস্টম স্কিনে চলবে। সংস্থাটি এই ফোনে 6-বছরের ওএস আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে, যা বাজেট সেগমেন্ট মডেলে প্রথম।

ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি A16 5G ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আবার ডিভাইসটি IP54 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News