টেলিফটো ক্যামেরা ও eSim সাপোর্ট সহ আসছে Nothing Phone 3a, শীঘ্রই লঞ্চ হচ্ছে Phone 3a Plus ও CMF Phone 2
Nothing Phone (3a) ও (3a) Plus মডেলে প্রথমবার সংস্থাটি eSIM সাপোর্ট দেবে। যদিও সিএমএফ ফোন 2 এই ধরনের কোনো সুবিধা দেবে না।
ট্রান্সপারেন্ট ডিজাইনের ফোনের জন্য জনপ্রিয় Nothing তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসের নাম হতে পারে Nothing Phone 3a। সাশ্রয়ী মূল্যে ফোনটি বাজারে আসতে পারে। আজ একটি রিপোর্টে এর বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে যে আসন্ন ফোনটির ক্যামেরা সেন্সর এবং চিপসেটে আপগ্রেড দেখা যাবে। পাশাপাশি এতে ই-সিম সাপোর্ট করবে। আসুন Nothing Phone 3a সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।
Nothing Phone 3a চলবে Nothing OS 3.0 কাস্টম স্কিনে
নার্থিং বরাবরই ইউনিক লুকিংয়ের ফোনের জন্য পরিচিত। সংস্থার ডিভাইসগুলির পিছনের প্যানেলে এলইডি স্ট্রিপ এবং ট্রান্সপারেন্ট ডিজাইন দেখানো। নার্থিং তাদের প্রথম ফোন থেকেই এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আসছে। সম্প্রতি Nothing Phone (2) এবং Phone (2A) হ্যান্ডসেটের জন্য Nothing OS 3.0 কাস্টম স্কিনের স্টেবল আপডেট রোল আউট করা হয়েছে। আজ আবার অ্যান্ড্রয়েড অথোরিটির রিপোর্টে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক এই কাস্টম স্কিন দ্বারা আসন্ন Nothing Phone (3a), Phone (3a) Plus এবং CMF Phone 2 স্মার্টফোন তিনটি চলবে
শক্তিশালী প্রসেসর পাওয়া যাবে ফোনে
আসলে নাথিং ওএস 3.0 অপারেটিং সিস্টেমের সফটওয়্যার কোডে যথাক্রমে অ্যাস্ট্রোয়েড, অ্যাস্ট্রোয়েড প্লাস এবং গ্যালাগা কোডনেম সহ তিনটি ফোনের অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। এর পাশাপাশি এদের চিপসেটের নামও উল্লেখ আছে। জানা গেছে Nothing Phone (3a), Phone (3a) Plus স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে। অন্যদিকে, সিএমএফ ফোন 2 ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হবে।
টেলিফটো ক্যামেরা লেন্স সহ আসবে
সাধারণত Nothing ব্র্যান্ডের স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকে। তবে Nothing Phone (3a) টেলিফটো ক্যামেরা লেন্স সহ লঞ্চ হতে পারে। আর Phone (3a) Plus মডেলে পাওয়া যাবে পেরিস্কোপ টেলিফটো শুটার। এরফলে নাথিং ফোন দুটি ফটোগ্রাফির দিক থেকে আরও ভাল হয়ে উঠবে।
Phone (3a) ও (3a) Plus মডেলে ই-সিম সাপোর্ট করবে
রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, Phone (3a) ও (3a) Plus মডেলে প্রথমবার সংস্থাটি eSIM সাপোর্ট দেবে। যদিও সিএমএফ ফোন 2 এই ধরনের কোনো সুবিধা দেবে না। তবে অন্যান্য ফিচারে আপগ্রেড দেখা যাবে।