পুরো 10 হাজার টাকা দাম কমলো OnePlus Nord সিরিজের এই জনপ্রিয় 5G ফোনের
ওয়ানপ্লাস নর্ড সিই 3 5G গত বছর লঞ্চ হয়েছিল। লঞ্চের সময়, এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 26,999 টাকা। তবে এখন এই ফোনটি অ্যামাজনে 16,999 টাকায় পাওয়া যাচ্ছে।
ওয়ানপ্লাস ফোন প্রেমীদের জন্য সুখবর। সংস্থার জনপ্রিয় নর্ড সিরিজের OnePlus Nord CE 3 5G স্মার্টফোনটি এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে অ্যামাজনে। ডিভাইসটি সীমিত সময়ের ডিলে 10,000 টাকা সরাসরি ছাড়ে বিক্রি হচ্ছে। এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, বেশি র্যাম এবং শক্তিশালী ব্যাটারি সহ পাওয়ারফুল স্ন্যাপড্রাগন প্রসেসর। মাত্র 16 মিনিটে 60 শতাংশের বেশি চার্জ হতে পারে এই ফোন।
OnePlus Nord CE 3 5G স্মার্টফোনে সবচেয়ে বড় ছাড়
ওয়ানপ্লাস নর্ড সিই 3 5G গত বছর লঞ্চ হয়েছিল। লঞ্চের সময়, এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 26,999 টাকা। তবে এখন এই ফোনটি অ্যামাজনে 16,999 টাকায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ব্লু ও ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে এই দামে। এর পাশাপাশি, আপনি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে 12,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।
OnePlus Nord CE 3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস নর্ড সিই 3 5G ফোনে 6.7 ইঞ্চি FullHD + ফ্ল্যাট AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 782G অক্টা-কোর প্রসেসর। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ এসেছে, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 3 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।