Samsung Galaxy M16 5G নতুন ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে সহ ঝড় তুলবে, আসবে তিনটি চমৎকার কালারে

স্যামসাং গ্যালাক্সি M16 5G ব্ল্যাক, গ্রীন এবং পীচ কালার অপশনে লঞ্চ হবে।

Update: 2024-12-25 05:18 GMT

শীঘ্রই বাজারে আসতে পারে Samsung Galaxy M16 5G। এটি এপ্রিলে লঞ্চ হওয়া Galaxy M15 5G এর উত্তরসূরি হিসাবে আসবে। ফোনটিকে ইতিমধ্যেই বেশ কয়েকটি বেঞ্চমার্কিং এবং সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এসব লিস্টিং থেকে এর বিশেষ কিছু ফিচার সামনে এসেছে। এখন আবার স্মার্টফোনটির ডিজাইন রেন্ডার শেয়ার করা হয়েছে, যার ফলে Samsung Galaxy M16 5G এর ডিজাইন কেমন হবে এবং একটি কয়টি কালার অপশনে‌ পাওয়া যাবে সব তথ্য সামনে এসেছে। এই ফোনটি Galaxy A16 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy M16 5G ডিজাইন ও কালার অপশন (লিক)

অ্যান্ড্রয়েড হেডলাইনস থেকে স্যামসাং গ্যালাক্সি M16 5G ছবি শেয়ার করা হয়েছে। দেখা গেছে ফোনটির চার দিকে শার্প বর্ডার থাকবে, যেখানে পূর্ববর্তী গ্যালাক্সি M15 5G এর প্রান্তগুলি বৃত্তাকার ছিল। এর ডিজাইন স্যামসাংয়ের অনেক মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ডিভাইসের মতোই দেখাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি M16 5G ব্ল্যাক, গ্রীন এবং পীচ কালার অপশনে লঞ্চ হবে।

ফোনে রয়েছে ভার্টিকাল পিল শেপের ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি M16 5G এর রিয়ার ক্যামেরা মডিউলটির ডিজাইনও বর্তমান স্যামসাং গ্যালাক্সি M15 5G এর থেকে আলাদা দেখা গেছে। গ্যালাক্সি M16 5G ডিভাইসে তিনটি সেন্সর সহ একটি উল্লম্ব পিল-শেপের ক্যামেরা আইল্যান্ড থাকবে। ক্যামেরা মডিউলের ভিতরে, বড় স্লটে দুটি সেন্সর এবং ছোট, বৃত্তাকার স্লটে আরেকটি সেন্সর দেওয়া হবে। আর রিয়ার ক্যামেরা মডিউলের বাইরে একটি এলইডি ফ্ল্যাশ সেটআপ দেখা গেছে।

স্যামসাং গ্যালাক্সি M16 5G এর বাম দিকে একটি সিম কার্ড স্লট থাকবে, আর ভলিউম রকার এবং পাওয়ার বাটন ডান দিকে দেখা যাবে, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবেও কাজ করবে। ফোনে পাতলা বেজেল সহ অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে। এর ডিসপ্লে ডিজাইন হবে ইনফিনিটি-ইউ নচ।

Samsung Galaxy M16 5G এর এই প্রসেসর পাওয়া যাবে

এর আগে, SM-M166P/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি M16 5G কে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) ওয়েবসাইটে দেখা গিয়েছিল, ফলে এটি ভারতেও লঞ্চ হবে। ওয়াই-ফাই অ্যালায়েন্স লিস্টিং প্রকাশ করেছে যে, ফোনে সম্ভবত 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করবে এবং এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 6 কাস্টম স্কিনে চলবে। গিকবেঞ্চ লিস্টিং প্রকাশ করেছে যে এতে 8 জিবি র‌্যাম সহ MediaTek Dimensity 6300 চিপসেট থাকবে।

Photo Credit: Android Headlines

Tags:    

Similar News