OIS ক্যামেরার Oppo Reno 12 পুরো 5019 টাকা ডিসকাউন্টে, এখান থেকে অর্ডার করলে পাবেন ফায়দা
অপ্পো রেনো 12 এর সামনে দেখা যাবে 6.7-ইঞ্চি OLED স্ক্রিন, যা 2412×1080 পিক্সেল সহ HD+ রেজোলিউশন অফার করে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।;
OIS ক্যামেরা সহ গত বছর লঞ্চ হওয়া Oppo Reno 12 ভারতে সস্তায় পাওয়া যাচ্ছে। এতে আরও অনেক এআই ফিচার রয়েছে যার মাধ্যমে ছবির লুক অ্যান্ড ফিল পরিবর্তন করা যাবে। এই ডিভাইসে 50MP প্রাইমারি, 8MP আল্ট্রাওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার ডিভাইসটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর।
Oppo Reno 12 ফোনের সাথে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ই-কমার্স সাইট অ্যামাজনে লঞ্চ প্রাইস থেকে এটি এখন 5000 টাকা কম দামে বিক্রি হচ্ছে।
Oppo Reno 12 এখন কিনুন 5,000 টাকা পর্যন্ত ছাড়ে
অপ্পো রেনো 12 এর বেস 8GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 32,999 টাকায় লঞ্চ হয়। তবে অ্যামাজনে এখন এটি 5019 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। অ্যামাজনে ছাড়ের পর ডিভাইসটি 27,980 টাকায় তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও এর সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট দিয়ে পেমেন্ট করলে 1000 টাকা ছাড় পাওয়া যাবে
অপ্পো রেনো 12 এসেছে এই ফিচারের সাথে
অপ্পো রেনো 12 এর সামনে দেখা যাবে 6.7-ইঞ্চি OLED স্ক্রিন, যা 2412×1080 পিক্সেল সহ HD+ রেজোলিউশন অফার করে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর।
এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14 কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে OIS সহ 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো লেন্স উপস্থিত। সেলফির জন্য রয়েছে 32MP ক্যামেরা সেন্সর। Reno 12 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।