OnePlus এর এই ফোন ব্যবহারকারীদের জন্য বড়দিনের উপহার, এল OxygenOS 15 আপডেট

ওয়ানপ্লাস তাদের প্রায় সব পুরানো স্মার্টফোনেই সফটওয়্যার আপডেট দিচ্ছে। লেটেস্ট এই আপডেটের সাইজ 250mb। ওয়ানপ্লাস 11R ব্যবহারকারীদের এই আপডেট ওয়াই-ফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে এবং স্মার্টফোনে কিছু স্টোরেজ স্পেস খালি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।;

Update: 2024-12-26 13:40 GMT

বড়দিন উপলক্ষে OnePlus 11R 5G ব্যবহারকারীদের জন্য একটি উপহার দিয়েছে ওয়ানপ্লাস। সংস্থার এই মিড রেঞ্জ ফোন ব্যবহারকারীরা OxygenOS 15 এর স্টেবল আপডেট পেতে শুরু করেছে। বড়দিনের দিনে রিলিজ করা এই আপডেট ব্যবহারকারীদের জন্য বিশেষ উপহার স্বরূপ। এই আপডেটটি ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীর কাছে উপলব্ধ হবে। তাই কোনো OnePlus 11R 5G ব্যবহারকারী এখনো আপডেট না পেলে চিন্তার কিছু নেই, শীঘ্রই পেয়ে যাবেন।

উল্লেখ্য, ওয়ানপ্লাস তাদের প্রায় সব পুরানো স্মার্টফোনেই সফটওয়্যার আপডেট দিচ্ছে। লেটেস্ট এই আপডেটের সাইজ 250mb। ওয়ানপ্লাস 11R ব্যবহারকারীদের এই আপডেট ওয়াই-ফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে এবং স্মার্টফোনে কিছু স্টোরেজ স্পেস খালি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

OnePlus 11R 5G স্মার্টফোনে নতুন OxygenOS 15 আপডেট এসেছে

ওয়ানপ্লাস কমিউনিটির শেয়ার করা চেঞ্জলগ অনুসারে, অক্সিজেনওএস 15 আপডেটে বেশ কয়েকটি এআই ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন এনহ্যান্স ক্ল্যারিটি ফিচারও যোগ করা হয়েছে, যা অস্পষ্ট ফটোগুলি ঠিক করতে, ক্রপ করতে, জুম-ইন বা নিম্নমানের ফটোগুলি আরও ভাল করে তুলতে পারে। নতুন এআই রিফ্লেকশন ইরেজারও পাওয়া যাবে, যা ঝাপসা ফটোগুলিতে দুর্দান্ত রঙ এবং আলো অফার করবে।

নতুন আপডেটে, ওয়ানপ্লাস নয়া রিভার্সিবল ফটো এডিটিং ফিচার যুক্ত করেছে। এর পাশাপাশি, ব্যবহারকারীরা এখন সার্কেল টু সার্চ ফিচারও পাবেন, যা হোম বাটনে বা নেভিগেশন বার চেপে অন-স্ক্রিন সার্চের অনুমতি দেবে।

ওয়ানপ্লাস অক্সিজেনওএস 15 আপডেটের পর ফোনগুলির অ্যানিমেশনও উন্নত হবে। সংস্থার দাবি, নতুন আপডেটে অ্যাপের সুইচিং টাইম কমিয়ে বেশ স্মুথ করা হয়েছে।

Tags:    

Similar News