Oppo Reno 13 5G সিরিজ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে, টিজার প্রকাশ সংস্থার

অপ্পো রেনো 13 5G ফোনে 5600mAh ব্যাটারি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে অপ্পো রেনো 13 প্রো 5G মডেলে দেওয়া হবে 5800mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।;

Update: 2024-12-26 08:56 GMT

Oppo Reno 13 5G সিরিজ শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro 5G ডিভাইস দুটি ভারতে আসবে। ফোন দুটি আগেই চীনে লঞ্চ হয়েছিল। আজ অপ্পো ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন সিরিজের টিজার শেয়ার করা হয়েছে। টিজারে এই ফোনগুলির প্রথম ঝলক দেখা গেছে, তবে এদের লঞ্চের তারিখ বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি।

অপ্পো-র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা টিজারে দেখা গেছে যে Oppo Reno 13 5G সিরিজের ফোনগুলি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেলের সাথে আসবে। সিরিজের একটি ডিভাইসে ফ্ল্যাট ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা পাওয়া যাবে, যার সাথে এলইডি ফ্ল্যাশও থাকবে। এই ডিভাইসটির ডান পাশে দেখা যাবে ভলিউম ও পাওয়ার বাটন এবং নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট ও স্পিকার গ্রিল। আবার ডিভাইসটি IP69 রেটিং পেয়েছে, যার অর্থ এটি জল এবং ধুলো প্রতিরোধী হবে।

Reno 13 5G সিরিজের প্রত্যাশিত স্পেসিফিকেশন

যদি ভারতীয় ভ্যারিয়েন্টগুলির ফিচার চীনা ভ্যারিয়েন্টগুলির মতো হয় তবে এই সিরিজের MediaTek Dimensity 8350 প্রসেসরের থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, রেনো 13 সিরিজে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন এবং অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। আবার অপ্পো রেনো 13 5G মডেলে 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে Reno 13 Pro 5G তে হাই-রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.83-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া বলে আশা করা হচ্ছে।

ব্যাটারির কথা বললে, অপ্পো রেনো 13 5G ফোনে 5600mAh ব্যাটারি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে অপ্পো রেনো 13 প্রো 5G মডেলে দেওয়া হবে 5800mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Reno 13 5G সিরিজের সম্ভাব্য দাম

ব্র্যান্ডটি অপ্পো রেনো 13 5G সিরিজের দাম এখনও প্রকাশ করেনি, তবে রিপোর্ট অনুযায়ী এই সিরিজের বেস মডেলের দাম ভারতে 35,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Tags:    

Similar News