OnePlus 13 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট কিনলে পস্তাবেন? ওয়্যারলেস চার্জিং নিয়ে বড় আপডেট

OnePlus 13 ফোনের গ্লোবাল মডেলে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, আজ অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে।;

Update: 2024-12-05 16:18 GMT

গত ৩১ অক্টোবর চীনে সফলভাবে লঞ্চ করার পর ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ OnePlus 13 স্মার্টফোনটিকে আগামী মাসে বিশ্ব বাজারে আনতে চলেছে। আর্ন্তজাতিক বাজারে লঞ্চের আগে, ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম সার্টিফিকেশন ওয়েবসাইটে আজ একে দেখা গেছে, যা ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্পর্কে নতুন বিবরণ প্রকাশ করেছে। সাম্প্রতিক এই লিস্টিংটি থেকে নিশ্চিত হওয়া গেছে যে OnePlus 13 ফোনের গ্লোবাল মডেলে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, আজ অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে।

OnePlus 13 ফোনকে দেখা গেল ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামের সাইটে

ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামের সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, ওয়ানপ্লাস ১৩ ফোনটি গ্লোবাল মার্কেটে সিপিএইচ২৬৪৯, সিপিএইচ২৬৫৩ এবং সিপিএইচ২৬৫৫ মডেল নম্বর সহ তিনটি সংস্করণে লঞ্চ হবে। এছাড়া, এই তালিকা থেকে পাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল ডিভাইসে সর্বাধিক ১১ ওয়াট ওয়্যারলেস চার্জিং স্পিড সাপোর্ট করবে। যেখানে ওয়ানপ্লাস ১৩ ফোনের চীনা সংস্করণটি আকর্ষনীয় ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আশা করা হচ্ছে যে আন্তর্জাতিক সংস্করণটিও উচ্চ-গতির চার্জিং ক্ষমতা বজায় রাখবে, যদিও সঠিক চার্জিং স্পিড নিশ্চিতভাবে জানা যায়নি।

গ্লোবাল লঞ্চ যতই কাছে আসছে, ওয়ানপ্লাস ১৩ সম্পর্কে আরও বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা গেছে ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে: মিডনাইট ওশান, ব্ল্যাক ইক্লিপস এবং আর্কটিক ডন। শেষেরটি চীনে উপলব্ধ হোয়াইট মডেলটিই। আর্কটিক ডন অপশনটি প্রিমিয়াম লুকের জন্য ইতিমধ্যেই ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ওয়ানপ্লাসের টিজারগুলি ফোনের অন্যান্য দিকগুলিও তুলে ধরেছে, যেমন এর বাঁদিকে অ্যালার্ট স্লাইডার এবং ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন থাকবে৷ পিছনের বৃত্তাকার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে, যা এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, এলওয়াইটি-৬০০ ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড সেন্সর দ্বারা গঠিত। এই সেটআপটি হাসেলব্লাড (Hasselblad) দ্বারা টিউন করা হয়েছে৷

পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস ১৩ ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে দেওয়া হবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি বিশাল ৯,৯২৫ বর্গমিলিমিটার ভিসি চেম্বার। ওয়ানপ্লাস ১৩ হ্যান্ডসেটের সামনে ৬.৮২ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে বিদ্যমান এবং চীনা সংস্করণটি ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

Tags:    

Similar News