OnePlus 13 ফোনের দাম ভারতে কত থাকবে, OnePlus 13R কত জিবি র্যাম সহ পাওয়া যাবে, সমস্ত তথ্য ফাঁস
ওয়ানপ্লাস 13 আগেই চীনে লঞ্চ হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দ্বারা চালিত এবং এতে 6000mAh ব্যাটারি আছে।;
ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 13 জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে চলেছে। আর লঞ্চের তারিখ যত কাছাকাছি আসছে তত ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। এবার এক টিপস্টার ভারতে OnePlus 13 মডেলের দাম কত রাখা হবে তা ফাঁস করেছেন। এর পাশাপাশি, টিপস্টার ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13R মডেলের স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কেও তথ্য দিয়েছেন।
OnePlus 13 এর ভারতে দাম এবং কালার ভ্যারিয়েন্ট
রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাস 13 স্মার্টফোনটি ভারতীয় বাজারে 67,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ওয়ানপ্লাস 13R সম্ভবত ভারত সহ বিশ্বব্যাপী কেবল একটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ হবে।
টিপস্টারের দাবি, OnePlus 13 ভারতে 12GB র্যাম + 256GB স্টোরেজ এবং 16GB র্যাম + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। আবার OnePlus 13R মাত্র একটি ভ্যারিয়েন্টে আসতে পারে যা হল 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। OnePlus 13 ব্ল্যাক এক্লিপস, মিডনাইট ওশান এবং আর্কটিক ডন কালার অপশনে পাওয়া যাবে। যেখানে OnePlus 13R সম্ভবত নেবুলা নোআর ও অ্যাস্ট্রাল ট্রেইল কালার অপশনে আসবে।
OnePlus 13 এর সম্ভাব্য ফিচার
ওয়ানপ্লাস 13 আগেই চীনে লঞ্চ হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দ্বারা চালিত এবং এতে 6000mAh ব্যাটারি আছে। ফোনটির পিছনে রয়েছে ওআইএস সহ ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে সব ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। এই ক্যামেরা সিস্টেম হ্যাসেলব্ল্যাড ডেভেলপ করেছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
চীনে ওয়ানপ্লাস 13 সর্বোচ্চ 24 জিবি পর্যন্ত র্যাম সহ লঞ্চ হয়েছে। এই ডিভাইসের সামনে দেখা যাবে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এর তিনটি ক্যামেরা হল প্রাইমারি সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স, 3x অপটিকাল জুম এবং ওআইএস সহ টেলিফোটো সেন্সর।