Realme 14 Pro 5G ফোনে থাকবে 12 জিবি পর্যন্ত র্যাম, ভারতে লঞ্চের আগে অনেক তথ্য ফাঁস
Realme 14 Pro সিরিজের দাম প্রায় ৩০,০০০ টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে, যা তার পূর্বসূরির তুলনায় সামান্য ব্যয়বহুল।
রিয়েলমি তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের ডিভাইসগুলিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করছে। এই সিরিজের অধীনে Realme 14 Pro 5G মডেলটিও আসবে। ডিভাইসটি সর্ম্পকে সম্প্রতি বেশকিছু তথ্য ভারতে ফাঁস হয়েছে। এই মডেলটি চলতি বছরের শুরুতে এদেশে লঞ্চ হওয়া রিয়েলমি ১৩ প্রো ফোনের সরাসরি উত্তরসূরি হবে। আসন্ন Realme 14 Pro 5G সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।
Realme 14 Pro 5G ফোনের কালার ভ্যারিয়েন্ট ও স্টোরেজ অপশন (সম্ভাব্য)
এই মাসের ঠিক শুরুতে একটি সূত্র মারফৎ রিয়েলমি ১৪ প্রো লাইট ও রিয়েলমি ১৪এক্স মডেল দুটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আর এখন, নতুন ৯১মোবাইলসের রিপোর্টের মাধ্যমে রিয়েলমি ১৪ প্রো ৫জি সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে মনে হচ্ছে একদিকে চীনা কোম্পানিটি ভারতে ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার মনে করা হচ্ছে যে একটি নতুন মিড-রেঞ্জ সিরিজও শীঘ্রই এদেশে আত্মপ্রকাশ করতে পারে। লেটেস্ট রিপোর্ট অনুসারে, রিয়েলমি ১৪ প্রো আরএমএক্স৫০৫৬ মডেল নম্বর বহন করে এবং এটি ভারতীয় বাজারে দুটি রঙের বিকল্পের সাথে ও তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে।
স্টোরেজ ও কালার
সূত্রগুলি দাবি করেছে যে, রিয়েলমি ১৪ প্রো ভারতে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পগুলির সাথে লঞ্চ হবে। আর দুটি কালার অপশন হল পার্ল হোয়াইট এবং সোয়েড গ্রে। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তারা ওপর ভিত্তি করে বলা যায়, রিয়েলমি ১৪ সিরিজে রিয়েলমি ১৪এক্স, রিয়েলমি ১৪ প্রো লাইট, রিয়েলমি ১৪ প্রো এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে।
যদিও, এই মিড রেঞ্জ লাইনআপের লঞ্চের তারিখ এখনও অস্পষ্ট। তবে সূত্রটি জানিয়েছে যে রিয়েলমি ১৪ প্রো এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস এবং রিয়েলমি ১৪ প্রো লাইট ভারতে ২০২৫ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে, বাকি মডেলগুলি তার পরপরই উন্মোচিত হবে।
দাম
রিয়েলমি ১৪ প্রো সিরিজের দাম প্রায় ৩০,০০০ টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে, যা তার পূর্বসূরির তুলনায় সামান্য ব্যয়বহুল। রিয়েলমি ১৪ প্রো সর্ম্পকে এই মুহূর্তে এই সমস্ত তথ্যই উপলব্ধ রয়েছে, শীঘ্রই আরও আপডেট আসবে বলে আশা করা যায়।