Oppo Reno 13, Reno 13 Pro চোখ ধাঁধানো ডিজাইন ও অসাধারণ ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে Dimensity 8350 প্রসেসর

Oppo Reno 13 সিরিজের অধীনে দুটি ডিভাইস এসেছে - Reno 13 ও Reno 13 Pro। উভয় স্মার্টফোন মিডিয়াটেক Dimensity 8350 প্রসেসর, লেটেস্ট ColorOS 15 অপারেটিং সিস্টেম, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে।

Update: 2024-11-26 02:07 GMT

Oppo Reno 13 সিরিজ অবশেষে আজ চীনে লঞ্চ হল। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস এসেছে - Reno 13 ও Reno 13 Pro। এই সিরিজের ফোনে স্লিক ডিজাইন সহ পাওয়ারফুল ফিচার পাওয়া যাবে। উভয় স্মার্টফোন মিডিয়াটেক Dimensity 8350 প্রসেসর, লেটেস্ট ColorOS 15 অপারেটিং সিস্টেম, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। এছাড়া এই সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 13 Series: দাম ও প্রাপ্যতা

ওপ্পো রেনো 13 সিরিজ একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে‌। এর মধ্যে বেস মডেলের 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 2,699 ইউয়ান (প্রায় 31,400 টাকা)। আবার এর 12GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 256GB স্টোরেজ, 16GB RAM + 512GB স্টোরেজ ও 16GB RAM + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2,999 ইউয়ান (প্রায় 34,900 টাকা), 3,299 ইউয়ান (প্রায় 38,400 টাকা), 3,299 ইউয়ান (প্রায় 38,400 টাকা) ও 3,799 ইউয়ান (প্রায় 44,200 টাকা)।

অন্যদিকে, Oppo Reno 13 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 3,399 ইউয়ান (প্রায় 39,500 টাকা), আর 12GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 512GB স্টোরেজ ও 16GB RAM + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে রাখা হয়েছে 3,699 ইউয়ান (প্রায় 43,000 টাকা), 3,999 ইউয়ান (প্রায় 46500 টাকা), 4,499 টাকা (প্রায় 52,300 টাকা)।

সিরিজের বেস মডেল বাটারফ্লাই পার্পেল, গ্যালাক্সি ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারে এসেছে। আবার প্রো মডেল পাওয়া যাবে গ্যালাক্সি ব্লু এর পরিবর্তে স্টাইলাইট পিঙ্ক এবং বাটারফ্লাই পার্পেল ও মিডনাইট ব্ল্যাক কালারে। এই সিরিজের ফোনগুলি গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও ঘোষণা করা হয়নি।

Oppo Reno 13 Series: স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: ওপ্পো রেনো 13 স্মার্টফোনে আছে 6.59 ইঞ্চি 1.5K (2760 x 1256 পিক্সেল) ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে রেনো 13 প্রো মডেলে 6.83 ইঞ্চি 1.5K (2800 x 1272 পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রিফ্রেশ রেট 144Hz।

প্রসেসর ও সফটওয়্যার: সিরিজের উভয় মডেলে মালি G615 MC6 জিপিইউ সহ Mediatek Dimensity 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি আরও উন্নত করতে রয়েছে কাস্টম X1 চিপ। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Reno 13 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সহ 50 মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আবার Reno 13 Pro মডেলে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে আছে 50MP সনি IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স ও 3x অপটিক্যাল জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর। আর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলি 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়া একাধিক AI ভিত্তিক ক্যামেরা ফিচার মিলবে।

ব্যাটারি ও চার্জিং: বেস মডেলে 5600mAh ব্যাটারি ও প্রো মডেলে 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় মডেলে 80W সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। তবে প্রো মডেল 50W এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে।

অন্যান্য ফিচার: প্রিমিয়াম মেটালিক মিডিল ফ্রেম সহ আসা এই সিরিজের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, IP66, IP68 এবং IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।

Tags:    

Similar News