দাম কমলো Vivo V30 Pro থেকে Moto G85 ফোনের, ব্ল্যাক ফ্রাইডে সেলে মহা সুযোগ
গুচ্ছের স্মার্টফোনের উপর ছাড় ঘোষণা করল ফ্লিপকার্ট। ২৪ নভেম্বর অর্থাৎ আজ থেকে ই-কমার্স সাইটে শুরু হচ্চর ব্ল্যাক ফ্রাইডে সেল। কোন ফোনে কত টাকা ছাড় বিস্তারিত জেনে নিন।
নতুন ফোন কেনার পরিকল্পনা? ব্ল্যাক ফ্রাইডে সেল উপলক্ষে ফ্লিপকার্টে মিলছে ব্যাপক ডিসকাউন্ট। আইফোন 15, মটোরোলা G85, স্যামসাং গ্যালাক্সি S24-সহ একাধিক স্মার্টফোনের উপর রয়েছে অফার। এই সেল চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। বছর শেষে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। কোন কোন ফোনের উপর এই ডিসকাউন্ট রয়েছে দেখে নিন।
ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল : যেসব ফোনের উপর মিলছে অফার
আইফোন ১৫ : ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেলের যে লিস্টিং পেজ রয়েছে তাতে দেওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৫ পাওয়া যাবে ৫৭,৭৪৯ টাকায়। ফোনের আসল দাম ৭৯,৯০০ টাকা। ঠিক একইভাবে আইফোন ১৫ প্লাস পাওয়া যাবে ৬৫,৯৯৯ টাকায়। আইফোন ১৫ প্রো ম্যাক্স মিলবে ১,২৩,৯৯৯ টাকায়। আসল দাম ১,৫৯,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি S24 ও S23 : সেল চলাকালীন স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস কেনা যাবে ৬৪,৯৯৯ টাকায়। স্যামসাং গ্যালাক্সি S23 কিনতে পারবেন ৩৮,৯৯৯ টাকায়।
গুগল পিক্সেল : গুগল পিক্সেলের ফ্ল্যাগশিপ মোবাইল পিক্সেল 9 এর দাম ৭১,৯৯৯। আসল দাম ৭৯,৯৯৯ টাকা।
মোটোরোলা G85 : বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন মোটোরোলা G85 এর উপর ১,০০০ টাকা ছাড় রয়েছে। ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। মোটোরোলা এজ 50 প্রো পাবেন ২৯,৯৯৯ টাকায়।
অন্যান্য স্মার্টফোন : ভিভো V30 প্রো মডেল পাওয়া যাবে ৩৩,৯৯৯ টাকায়। আসল দাম ৪১,৯৯৯ টাকা। CMF ফোন 1 পাওয়া যাবে সবথেকে কম ১৩,৯৯৯ টাকায়। এছাড়া মোটোরোলা এজ 50 ফিউশন, ভিভো T3 আলট্রা, নাথিং ফোন 2a প্লাস, গ্যালাক্সি জেড ফ্লিপ 6, রিয়েলমি P1, মোটো এজ 50 নিও ইত্যাদি স্মার্টফোনগুলির উপরও রয়েছে দারুন ডিসকাউন্ট।
ফ্লিপকার্ট ঢুঁ মেরে অন্যান্য সমস্ত স্মার্টফোনের উপর ব্ল্যাক ফ্রাইডে সেলের ডিল দেখে নিতে পারেন। ফোন ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেও আকর্ষণীয় ডিল রয়েছে। আরও একাধিক ডিভাইসের উপর অফার শীঘ্রই প্রকাশ করতে চলেছে সংস্থা।