জোশ ছবি উঠবে, iQOO Neo 10 সিরিজে থাকবে Vivo X200 ফোনের Sony ক্যামেরা সেন্সর
iQOO Neo 10 সিরিজটি এই সপ্তাহেই বাজারে আসছে। লঞ্চের আগে এখন আসন্ন লাইনআপের প্রাইমারি ক্যামেরার বিবরণ প্রকাশ করেছে সংস্থা।
আইকো সম্প্রতি ঘোষণা করেছে যে তারা আগামী ২৯ নভেম্বর তাদের বহু প্রতীক্ষিত iQOO Neo 10 সিরিজটির ওপর থেকে পর্দা সরাবে। ইতিমধ্যেই জানা গেছে যে এই লাইনআপটি ভিভোর ফ্ল্যাগশিপ মডেলগুলির দ্বারা অনুপ্রাণিত ক্যামেরা সেটআপের সাথে আসতে চলেছে। আজ আবার কোম্পানির তরফে iQOO Neo 10 সিরিজের ফোনগুলিতে থাকা প্রাইমারি ক্যামেরার স্পেসিফিকেশন প্রকাশ্যে আনা হয়েছে, যা আগের জল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
iQOO Neo 10 সিরিজের প্রধান ক্যামেরার বৈশিষ্ট্য
চীনা মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করা একটি টিজারে আইকো নিশ্চিত করেছে যে, আইকো নিও ১০ সিরিজের প্রাইমারি ক্যামেরা হিসাবে সনি আইএমএক্স ৯২১ (Sony IMX921) সেন্সর ব্যবহৃত হবে। এটি একই সেন্সর, যা ভিভোর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন, ভিভো এক্স২০০-এ রয়েছে। আইকো নিও ১০ সিরিজে ছবির অস্পষ্টতা কমাতে এবং কাঁপুনি প্রতিরোধ করার জন্য কাস্টম-ডিজাইন করা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এর সাপোর্ট মিলবে। এর পাশাপাশি আইকো দাবি করেছে যে, ফোনগুলি ভিভোর ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির মতো "চারটি স্ব-উন্নত ইমেজিং অ্যালগরিদম" অফার করবে। এছাড়াও, ব্র্যান্ডটি অন্য একটি পোস্টে আইকো নিও ১০ প্রো মডেলের ক্যামেরার নমুনা শেয়ার করেছে, যা ফ্যানদের উত্তেজনা বাড়াতে যথেষ্ট।
অন্যান্য স্পেসিফিকেশন
আকর্ষণীয় ক্যামেরা সেটআপ ছাড়াও, আইকো নিও ১০ লাইনআপে কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন রয়েছে। যেমন, স্ট্যান্ডার্ড সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। অন্যদিকে, আইকো নিও ১০ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজ যুক্ত থাকবে।
ব্যাটারি ও চার্জিং
উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য, নিও ১০ সিরিজের উভয় ফোনেই ইন-হাউস কিউ২ চিপ ব্যবহার করা হবে। এটি সুপার-রেজোলিউশন এবং ফ্রেম-রেট ইন্টারপোলেশনের মতো ফিচারগুলিতে সহায়তা করবে। এদিকে বিভিন্ন ধরনের চার্জিং টেকনোলজি সহ আসবে এই সিরিজ, যেমন ১২০ ওয়াট প্রাইভেট প্রোটোকল ফ্ল্যাশ চার্জিং, ১০০ ওয়াট পিপিএস প্রোটোকল ফাস্ট চার্জিং এবং ডাইরেক্ট-ড্রাইভ পাওয়ার সাপ্লাই। আর বড় ৬,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনগুলি ৭.৯৯ মিলিমিটারের স্লিম প্রোফাইল বজায় রাখবে এবং এগুলির ওজন হবে প্রায় ১৯৯ গ্রাম।
ডিসপ্লে
ডিসপ্লের ক্ষেত্রে, আইকো নিও ১০ লাইনআপের উভয় মডেলই ৮টি এলটিপিও প্যানেল সহ আসবে এবং স্ক্রিনের বাম ও ডানে মাত্র ১.৪ মিলিমিটারের স্লিম বেজেল দেখা যাবে, যা এটিকে নিও লাইনআপের সবচেয়ে পাতলা বেজেল করে তুলবে। "ওয়ান-সোয়াইপ আনলকিং"-এর জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা আগের প্রজন্মের আইকো নিও ৯ সিরিজের অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের তুলনায় একটি আপগ্রেড।
কালার অপশন
আইকো নিও ১০ সিরিজটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে, এগুলি হল ক্লাসিক এক্সট্রিম শ্যাডো ব্ল্যাক, র্যালি অরেঞ্জ এবং চিগুয়াং হোয়াইট।