4000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Realme Narzo 70 Turbo 5G বিশেষ ডিলে বিরাট সস্তায় কিনুন
রিয়েলমি নারজো 70 টার্বো 5G স্মার্টফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশনের 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে।
আপনি যদি 15 থেকে 16 হাজার টাকার বাজেটের মধ্যে একটি নতুন ফোন খোঁজ করে থাকেন, তবে Realme Narzo 70 Turbo 5G নিতে পারেন। এই ডিভাইসটি অ্যামাজনে লাইভ রিয়েলমি ব্র্যান্ড স্টোরের বিশেষ ডিলে বাম্পার ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি। আসুন অফারে ডিভাইসটি কি কি অফারে কেনা যাবে দেখে নেওয়া যাক।
Realme Narzo 70 Turbo 5G সস্তায় কেনার সুযোগ
রিয়েলমির এই ফোনের 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে রাখা হয়েছে 16,998 টাকা। সেলে আরও 2500 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া রয়েছে 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড়ও। আবার এক্সচেঞ্জ অফারে আপনি রিয়েলমি নারজো 70 টার্বো 5G আরও কম দামে কিনতে পারবেন।
রিয়েলমি নারজো 70 টার্বো 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
রিয়েলমির এই স্মার্টফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশনের 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার সহ আসা এই ডিসপ্লে সর্বোচ্চ 2000 নিট ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস।
পারফরম্যান্সের জন্য ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল এআই প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। আবার সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিয়েলমির এই ডিভাইসে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। এই ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।