অপেক্ষা শেষ! Samsung Galaxy S25 সিরিজের লঞ্চের তারিখ সামনে এল, দাম ও ফিচার দেখে নিন
স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ 16GB র্যাম, 1TB স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট সহ আসবে বলে আশা করা হচ্ছে। সিরিজটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ওয়ান ইউআই 7 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
Samsung আগামী বছরের শুরুতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ, Galaxy S25 লঞ্চ করতে চলেছে। বেশ কয়েকমাস ধরেই সিরিজের ফোনগুলি নিয়ে গুঞ্জন চলছে। যদিও এতদিন এদের লঞ্চের তারিখ জানা যাইনি। তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের টিজার থেকে আসন্ন Galaxy S25 সিরিজের ডিভাইসগুলির লঞ্চের তারিখ সামনে এসেছে। যদিও স্যামসাংয়ের তরফে এখনও গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের তারিখ ঘোষণা করা হয়নি।
আগামী মাসে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S25 সিরিজ
জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস একটি অফিসিয়াল গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের টিজার ইমেজ আজ শেয়ার করেছেন, যাতে গ্যালাক্সি S24 সিরিজের লঞ্চের তারিখ উল্লেখ করা আছে। টিজার ইমেজটি নিশ্চিত করেছে যে, গ্যালাক্সি S25 সিরিজ 22 জানুয়ারি লঞ্চ হবে।
এদিকে পরিচিত টিপস্টার অ্যালভিন-ও একটি এক্স পোস্টে জানিয়েছেন যে, স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড 2025 ইভেন্ট ক্যালিফোর্নিয়ায় 22 জানুয়ারী, 2025 রাত 11:30 টায় শুরু হবে। উল্লেখ্য চলতি বছরে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টটি 17 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, এই ইভেন্টে গ্যালাক্সি S24 সিরিজ লঞ্চ করা হয়েছিল। যাইহোক, আসন্ন ইভেন্টটি স্যামসাংয়ের ওয়েবসাইট এবং স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা যাবে।
এই বিশেষ ফিচার থাকবে Samsung Galaxy S25 সিরিজে
গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মুখ্য আকর্ষণ হিসেবে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ, এই সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে - Samsung Galaxy S25, Samsung Galaxy S25+ এবং Samsung Galaxy S25 Ultra। স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজে একটি পাতলা মডেলও লঞ্চ হবে, তবে সেটি পরে বাজারে আসবে বলে জানা গেছে।
স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ 16GB র্যাম, 1TB স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট সহ আসবে বলে আশা করা হচ্ছে। সিরিজটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ওয়ান ইউআই 7 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এদের ক্যামেরা সেটআপ গ্যালাক্সি S24 সিরিজের অনুরূপ হবে, তবে আল্ট্রা ভ্যারিয়েন্টে এবার একটি বড় ডিসপ্লের পাশাপাশি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম ব্লু, টাইটানিয়াম সিলভার এবং টাইটানিয়াম গ্রে কালারে আসবে। যেখানে বেস মডেল এবং প্লাস মডেল ঝকঝকে গ্রীন, স্পার্কলিং ব্লু, মুননাইট ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং সিলভার কালারে পাওয়া যাবে।
Samsung Galaxy S25 সিরিজের দাম
স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের বেস মডেলের দাম শুরু হতে পারে 84,999 টাকা থেকে। গ্যালাক্সি এস 25+ এর দাম 1,04,999 টাকা থেকে শুরু হতে পারে এবং আল্ট্রা মডেলের দাম 1,34,999 টাকা থেকে শুরু হতে পারে।