10 হাজার টাকার কমে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G স্মার্টফোন, সীমিত সময়ের অফার

স্যামসাং গ্যালাক্সি A14 5G এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 10,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে, তবে ক্রেতারা যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তবে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।

Update: 2024-12-21 16:11 GMT

আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে 5G কানেক্টিভিটি যুক্ত ফোন কেনাই বুদ্ধিমানের কাজ। কারণ জিও ও এয়ারটেল তাদের গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটার সুবিধা দিচ্ছে, যাদের কাছে 5G স্মার্টফোন রয়েছে তারা এই সুবিধা পাবেন। এমন পরিস্থিতিতে যদি আপনার বাজেট কমও থাকে তাহলেও আপনি 5G ফোন নিতে পারেন। এক্ষেত্রে Samsung Galaxy A14 5G ডিভাইসটি 10,000 টাকারও কম দামে কিনতে পারেন।

স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এখন ছাড়ের সাথে তালিকাভুক্ত হয়েছে। আর এই ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, বড় ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি। ব্র্যান্ডটির দাবি, ফুল চার্জে এটি দুই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে বলেছে, 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুলাই পর্যন্ত এটিই সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G ফোন।

Samsung Galaxy A14 5G এর সাথে অফার

স্যামসাং গ্যালাক্সি A14 5G এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 10,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে, তবে ক্রেতারা যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তবে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন এবং এরপর ডিভাইসের দাম প্রায় 10,000 টাকা হয়ে যাবেন। এর সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। ক্রেতারা সর্বোচ্চ 7,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।

Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং স্মার্টফোনে 6.6-ইঞ্চি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 1330 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Tags:    

Similar News