লঞ্চের পর এই প্রথম সবচেয়ে সস্তায় OnePlus 12R, দুর্দান্ত ডিসপ্লে ও ক্যামেরার সাথে রয়েছে শক্তিশালী প্রসেসর

ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ক্রেতাদের সস্তায় ওয়ানপ্লাস 12R এর 256 জিবি ভ্যারিয়েন্ট কেনার সুযোগ দিচ্ছে। এই স্মার্টফোনের আসল দাম 45,999 টাকা। তবে এখন অ্যামাজন এর দাম 15% কমিয়ে বিক্রি করছে।

Update: 2024-12-21 08:37 GMT

ওয়ানপ্লাসের পোর্টফোলিওতে অনেক স্মার্টফোন রয়েছে। তবে আপনি যদি এই মুহূর্তে বাম্পার ডিসকাউন্টে সংস্থার কোনো ফোন কিনতে চান তাহলে OnePlus 12R বেছে নিতে পারেন। স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে আসা এই ডিভাইসের উপর লোভনীয় অফার দেওয়া হচ্ছে। যার পরে আপনি এটি সবচেয়ে সস্তায় কিনতে পারেন। এই ফ্ল্যাগশিপ কিলারে অ্যামোলেড ডিসপ্লে সহ দারুণ ক্যামেরা সেটআপ রয়েছে।

OnePlus 12R 5G এর 256GB ভ্যারিয়েন্টটি এখন লঞ্চের সময়ের থেকে অনেক কমে কেনার সুযোগ আছে। ফলে সস্তায় ভালো ফোন ব্যবহারের শখ থাকলে এই সুযোগ হাতছাড়া করবেন না। এই স্মার্টফোনে আপনি খুব সহজেই দৈনন্দিন সমস্ত কাজ করতে পারবেন। এর পাশাপাশি মোবাইল এডিংটি সহ বিভিন্ন কাজ করা যাবে। আর এর বড় ব্যাটারি সারাদিন ব্যাকআপ দেবে।

OnePlus 12R 5G ফোনের 256GB ভ্যারিয়েন্টের নতুন দাম

ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ক্রেতাদের সস্তায় ওয়ানপ্লাস 12R এর 256 জিবি ভ্যারিয়েন্ট কেনার সুযোগ দিচ্ছে। এই স্মার্টফোনের আসল দাম 45,999 টাকা। তবে এখন অ্যামাজন এর দাম 15% কমিয়ে বিক্রি করছে। ডিসকাউন্ট অফারের পর আপনি এটি কিনতে পারবেন মাত্র 38,999 টাকায়।

এছাড়া আপনি যদি এই স্মার্টফোনটি আরও সস্তায় কিনতে চান তবে ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারেন। ওয়ানপ্লাস 12R এর সাথে নির্দিষ্ট ব্যাংক কার্ডে 3000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। এরফলে ডিভাইসটি মাত্র 36999 টাকায় কেনা যাবে। আবার আপনার যদি একটি পুরানো স্মার্টফোন থাকে এবং এটি কাজ করার অবস্থায় থাকে তবে আপনি এটি এক্সচেঞ্জ করে 36 হাজার টাকারও বেশি পেতে পারেন।

OnePlus 12R এর ফিচার

ওয়ানপ্লাস 12R চলতি বছরের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। এতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে গ্লাস ব্যাক ডিজাইন দেখা যাবে।

এটি IP64 রেটিং সহ এসেছে, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেয়। এই স্মার্টফোনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস 12R ফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর রিয়ার প্যানেলে উপস্থিত 50+8+2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Tags:    

Similar News