AI ফিচারে পূর্ণ থাকবে Nothing Phone 3, আগামী বছরের শুরুতেই বাজারে আসছে, দাম কত থাকবে

Nothing Phone 3 এর দাম 50,000 টাকার কম রাখা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে Pro ভ্যারিয়েন্টের দাম 55,000 টাকার বেশি হতে পারে।

Update: 2024-12-21 04:43 GMT

Nothing Phone 3 আগামী বছর লঞ্চ হতে চলা সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এটি এই বছরের শেষের দিকে লঞ্চ হওয়ার কথা ছিল, তবে নাথিং সিইও কার্ল পেই বলেছেন যে, এআই টাচ অন্তর্ভুক্ত করার জন্য ফ্ল্যাগশিপ ফোনটি 2025 সালে আসবে। তবে তার আগে এখন একের পর এক Nothing Phone 3 সম্পর্কে বিভিন্ন তথ্য আসতে শুরু করেছে।

শুরুতেই বলতে হয় যে আসন্ন এই স্মার্টফোনে অনেক এআই ফিচার অন্তর্ভুক্ত থাকবে। কিছু রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে সংস্থাটি নতুন প্রো ভ্যারিয়েন্টও আনবে, যা সিরিজের শীর্ষ-শেষ মডেল হবে। Nothing Phone 3 মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে এবং ফোন 3 প্রো ফ্ল্যাগশিপ রেঞ্জে আসবে।

Nothing Phone 3 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন (লিক)

নার্থিং ফোন 3 প্রো মডেলে 6.67-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে, আর ফোন 3 মডেলে 6.5-ইঞ্চি ডিসপ্লে থাকবে। উভয় ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য প্রো ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 বা এলিট চিপসেট 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এটি Nothing OS 3.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি 5000,mAh ব্যাটারি সহ আসতে পারে। অন্যদিকে সিরিজের বেস মডেল অর্থাৎ নাথিং ফোন 3-এ স্ন্যাপড্রাগন 8S Gen 3 বা মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর ব্যবহার করা হতে পারে।

Nothing Phone 3 দাম (ফাঁস)

একজন টিপস্টার দাবি করেছেন যে Nothing Phone 3 এর দাম 50,000 টাকার কম রাখা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে Pro ভ্যারিয়েন্টের দাম 55,000 টাকার বেশি হতে পারে।

Nothing Phone 3 সিরিজের লঞ্চ টাইমলাইন

নাথিং ফোন 3 আগামী বছর অর্থাৎ 2025 সালের প্রথমার্ধে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক লঞ্চের তারিখটি এখনও অজানা।

Tags:    

Similar News