Samsung Galaxy S25 ফোন কিনতে চাইলে সুখবর, থাকবে 12GB র‌্যাম

Samsung Galaxy S25 সিরিজের তিনটি মডেলই 12 জিবি র‌্যামের সাথে আসবে। অর্থাৎ গ্যালাক্সি S25 মডেলে আর 8 জিবি র‌্যাম থাকবে না। এটি গ্যালাক্সি S24 এর তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে।

Update: 2024-12-21 05:30 GMT

Samsung Galaxy S25 সিরিজ স্মার্টফোন প্রেমীদের কাছে নতুন বছরের সবচেয়ে বড় আকর্ষণ হবে। এই সিরিজের অধীনে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে গুঞ্জন রয়েছে। তার আগে এই সিরিজের ডিভাইসগুলি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ একজন টিপস্টার যেমন দাবি করেছেন যে বেস মডেলে আরও বেশি র‌্যাম থাকবে। অর্থাৎ আগের সিরিজের বেস মডেলের চেয়ে বেশি র‌্যাম সহ আসবে স্যামসাং গ্যালাক্সি S25। উল্লেখ্য, গ্যালাক্সি S24 চলতি বছরে 8 জিবি র‌্যামের সাথে লঞ্চ হয়েছিল। আর গ্যালাক্সি S24 প্লাস এবং S24 Ultra এর বেস মডেলে 12 জিবি র‌্যাম ছিল।

Samsung Galaxy S25 মডেলে থাকবে 12 জিবি র‌্যাম

টিপস্টার অভিষেক যাদবের থেকে তথ্য পেয়ে গ্যাজেটস 360 তাদের রিপোর্টে বলেছে যে, গ্যালাক্সি S25 সিরিজের তিনটি মডেলই 12 জিবি র‌্যামের সাথে আসবে। অর্থাৎ গ্যালাক্সি S25 মডেলে আর 8 জিবি র‌্যাম থাকবে না। এটি গ্যালাক্সি S24 এর তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে।

Galaxy S24 ফোনে আছে 8 জিবি র‌্যাম

স্যামসাং 8 জিবি র‌্যামের সাথে গ্যালাক্সি S24 লঞ্চ করেছিল। এটি 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। প্লাস এবং আল্ট্রা ফোনের স্ট্যান্ডার্ড মডেলে যদিও 12 জিবি র‌্যাম আছে। এর সাথে গ্যালাক্সি S24 প্লাস 256GB এবং 512GB স্টোরেজ বিকল্পে এসেছে। আর গ্যালাক্সি S24 আল্ট্রা তিনটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ - 256 জিবি, 512 জিবি এবং 1 টিবি।

স্ট্যান্ডার্ড গ্যালাক্সি S25 ছাড়াও, গ্যালাক্সি S25 আল্ট্রা মডেলের র‌্যামেও আপগ্রেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই ফ্ল্যাগশিপ ফোনে 16 জিবি র‌্যাম থাকবে। তবে চীনা ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে তুলনা করলে এই র‌্যাম চমকপ্রদ নয়। কারণ ওয়ানপ্লাস ইতিমধ্যেই 24 জিবি র‌্যামের ফোন এনেছে।

Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ হতে পারে 22 জানুয়ারি

যদিও স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি S25 সিরিজের স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে ফাঁস হওয়া টিজার থেকে জানা গেছে এই সিরিজ 22 জানুয়ারী লঞ্চ হবে। গ্যালাক্সি S25 সিরিজে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে।

Tags:    

Similar News