অর্ধেক দামে বিক্রি হচ্ছে Samsung Galaxy S23 Ultra, কোথায়? রয়েছে 200MP ক্যামেরা
লঞ্চের সময় Galaxy S23 Ultra এর প্রাথমিক ভ্যারিয়েন্টের মূল্য ছিল 124,999 টাকা। তবে এই ডিভাইসটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে মাত্র 74,999 টাকায় কেনা যাচ্ছে।
Samsung শীঘ্রই পরবর্তী ফ্ল্যাগশিপ লাইনআপ, Galaxy S25 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগে সংস্থাটি পূর্ববর্তী মডেলগুলির মূল্য হ্রাস করছে। এখন যেমন Samsung Galaxy S23 Ultra-এর উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার পর এটি লঞ্চের সময়ের মূল্যের তুলনায় অর্ধেক দামে কেনা যাবে। এই ফোনে এস পেন সাপোর্ট সহ 200MP ক্যামেরা সেটআপ রয়েছে। উপরন্তু, Galaxy AI ফিচারও এতে আছে।
দাম ও অফার
লঞ্চের সময় Galaxy S23 Ultra এর প্রাথমিক ভ্যারিয়েন্টের মূল্য ছিল 124,999 টাকা। তবে এই ডিভাইসটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে মাত্র 74,999 টাকায় কেনা যাচ্ছে। এর সাথে অতিরিক্ত ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
লোভনীয় অফার সহ কিনুন Galaxy S23 Ultra
ই-কমার্স প্ল্যাটফর্মে স্যামসাং ডিভাইসটির 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 74,999 টাকায় তালিকাভুক্ত আছে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরানো ফোনের মডেল ও কন্ডিশনের উপর নির্ভর করে ক্রেতারা 17,350 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। যারপর গ্যালাক্সি এস 23 আল্ট্রার দাম অনেকটাই কমে আসবে। এটি ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন এবং ক্রিম কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
প্রিমিয়াম এই স্যামসাং স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং 1750 নিট পিক ব্রাইটনেস সহ 6.8-ইঞ্চি Quad HD+ Dynamic AMOLED 2X Infinity-O ডিসপ্লে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর। আবার এতে গ্যালাক্সি এআই ফিচারের সাথে ওয়ানইউআই সফ্টওয়্যার স্কিন উপস্থিত। অতিরিক্ত গরম হওয়া রোধ করতে এই ফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও পাওয়া যাবে।
ব্যাক প্যানেলে OIS সমর্থন সহ 200MP প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সিস্টেম বর্তমান। অন্য ক্যামেরাগুলি হল 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 10MP টেলিফটো সেন্সর এবং 10MP পেরিস্কোপ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য IP68 রেটযুক্ত ডিভাইসটি 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং ওয়্যারলেস চার্জিং অফার করবে।