50MP সেলফি ক্যামেরার Vivo 5G স্মার্টফোন হল 4650 টাকা সস্তা, ব্ল্যাক ফ্রাইডে সেলে বাম্পার অফার

Vivo T3 Ultra 5G ফোনে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Update: 2024-11-28 06:20 GMT

Vivo T3 Ultra 5G Discount Offer

দুর্দান্ত সেলফি ক্যামেরার ফোন কিনতে চাইলে Vivo T3 Ultra 5G আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। কারণ এতে আছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ডিভাইসটি ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেলে এখন কম দামে পাওয়া যাচ্ছে। 10 শতাংশ ছাড় সহ ফোনটির 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে 35,999 টাকায় উপলব্ধ। আবার 29 নভেম্বর পর্যন্ত চলা এই সেলে 3,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।

লোভনীয় ব্যাঙ্ক অফার

শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ভিভোর ডিভাইসটি কিনলে 5 শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে, যেখানে ছাড়ের পরিমাণ থাকবে 4650 টাকা। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে 35,400 টাকা পর্যন্ত পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

Vivo T3 Ultra 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই ফোনে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 4500 নিট। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ সহ এদেশে এসেছে।পারফরম্যান্সের জন্য এতে Mediatek Dimensity 9200+ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফির জন্য এই ফোনে অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ফোনটি 5500mAh ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News