Redmi K80 ও Redmi K80 Pro জবরদস্ত ক্যামেরা ও প্রসেসর সহ লঞ্চ হল, রয়েছে 120W চার্জিং সাপোর্ট

রেডমি K80 Pro ফোনে রয়েছে 6.67 ইঞ্চি টিসিএল M9 OLED 2K ফ্ল্যাট ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট সহ এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস অফার করার ক্ষমতা 3200 নিটস।

Update: 2024-11-27 17:54 GMT

Redmi K80 সিরিজ অবশেষে আজ লঞ্চ হল। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে - Redmi K80 ও Redmi K80 Pro। আজ চীনে একটি ইভেন্টে উভয় ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এই ফোনগুলি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এই সিরিজে আছে 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং, অসাধারণ ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী প্রসেসর। আসুন এদের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi K80 সিরিজ: দাম

চীনে Redmi K80 এর প্রারম্ভিক মূল্য 2499 ইউয়ান (প্রায় 29,170 টাকা) এবং Redmi K80 Pro এর প্রারম্ভিক মূল্য 3699 ইউয়ান (প্রায় 43,180 টাকা)। এর সাথে Redmi K80 Pro এর Champion Edition লঞ্চ করা হয়েছে। এতে রয়েছে 16GB RAM ও 1TB ইন্টারনাল স্টোরেজ। এর দাম 4,999 ইউয়ান (প্রায় 58,365 টাকা)।

Redmi K80 এর ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে 3200×1440 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চি 2K ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং ডিসপ্লেটি 3200 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ফোনটি 16GB পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম ও 1TB পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে এই ফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 3 ব্যবহার করা হয়েছে। মাল্টি-টাস্কিং এবং গেমিংয়ের জন্য এই ডিভাইসে কোয়ালকম এআই ইঞ্জিন উপস্থিত। এছাড়াও, সংস্থাটি তাপ নিয়ন্ত্রণের জন্য 3D কুলিং সিস্টেমও দিয়েছে।

ফটোগ্রাফির জন্য রেডমি K80 স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ পিছনে তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 6550mAh এবং এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি শাওমি হাইপারওএস ২.০ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

Redmi K80 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি K80 Pro ফোনে রয়েছে 6.67 ইঞ্চি টিসিএল M9 OLED 2K ফ্ল্যাট ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট সহ এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস অফার করার ক্ষমতা 3200 নিটস। এই ডিসপ্লেতে শাওমির কিংশান আই কেয়ার 2.0 প্রযুক্তি রয়েছে। এই ফোনটিও 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite চিপসেট।

ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 32 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফির জন্য এই হ্যান্ডসেটে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ব্যাটারি 6000mAh। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ডিভাইসে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং রয়েছে।

Tags:    

Similar News