Realme C75 4G সস্তায় 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, জল ও ধুলোতে নষ্ট হবে না
Realme C75 4G ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে।
Realme C75 4G Launch: রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme C75 ভিয়েতনামে লঞ্চ করল। অন্যান্য সি সিরিজের ফোনের মতো এটিও বাজেটের মধ্যে এসেছে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর শক্তপোক্ত ডিজাইন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। সংস্থার দাবি, হাত থেকে পড়ে গেলেও এটি ক্ষতিগ্রস্ত হবে না। রিয়েলমির এই ফোনে ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং পাওয়া যাবে। সাথে রয়েছে শক্তিশালী 6000mAh ব্যাটারি। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme C75 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে
রিয়েলমি C75 ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে।
প্রসেসর ও সফটওয়্যার
এই ফোনে Mediatek Helio G92 ম্যাক্স চিপসেট দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এটিই বিশ্বের প্রথম ফোন যাতে এই চিপসেট রয়েছে। বর্তমানে, এই চিপটি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে এটি Helio G91 এর আপগ্রেড সংস্করণ বলে মনে হচ্ছে। এটি 4G কানেক্টিভিটি অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme C75 হ্যান্ডসেটে 50MP প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য এই ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি শক্তিশালী বিল্ড কোয়ালিটির সাথে এসেছে। রিয়েলমি দাবি করেছে যে ফোনটিতে 'ইমপ্যাক্ট-অ্যাবজর্ভিং ডিজাইন' রয়েছে।
ওয়াটার ও ডাস্ট রেটিং
ধুলাবালি ও জল থেকে সুরক্ষা দিতে এই ফোনে রয়েছে IP69 রেটিং, যা নিশ্চিত করে যে কোনো আবহাওয়া ও ধুলাবালি পরিবেশে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এটি। তাছাড়া এটি মিলিটারি-গ্রেড শক প্রতিরোধের জন্য মিল-এসটিডি -810 এইচ সার্টিফিকেশন সহ এসেছে।
ব্যাটারি
এই ডিভাইসে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে। ফোনটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এতে রিভার্স চার্জিংও সাপোর্ট করে, অর্থাৎ এটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করতে পারে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
Realme C75 এর দাম এবং প্রাপ্যতা
লাইটনিং গোল্ড এবং ব্ল্যাক স্টর্ম নাইটের মতো কালার অপশনে ভিয়েতনামে রিয়েলমি C75 লঞ্চ হয়েছে। যদিও এর দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সি সিরিজের ফোন গুলি যেহেতু 15,000 টাকার কমে আসে তাই এর দামও একই রেঞ্জে থাকবে।