Redmi A4 5G ফোনের প্রথম সেল আজ থেকে শুরু, মাত্র 8499 টাকায় এখান থেকে অর্ডার করুন

Redmi A4 5G এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 8,499 টাকা। আবার এর 8GB RAM ও 128GB স্টোরেজের ভ্যারিয়েন্ট কেনা যাবে ৯,৪৯৯ টাকায়।

Update: 2024-11-27 04:30 GMT

শাওমি সম্প্রতি ভারতে তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Redmi A4 5G লঞ্চ করেছে। আর আজ ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। Amazon, Mi.com ও শাওমি স্টোর থেকে ২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে এই সেল শুরু হবে। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে মাত্র ৮,৪৯৯ টাকা থেকে। তবে দাম কম হলেও এতে প্রিমিয়াম ফিল ডিজাইন ও দুর্দান্ত ফিচার রয়েছে।

নতুন এই রেডমি 5G ফোনে পাওয়া যাবে 8GB পর্যন্ত RAM এবং 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা। আবার এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং 5160mAh ব্যাটারি। এছাড়াও এই ডিভাইসে হাই-রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে।

ভারতে এই দামে পাওয়া যাবে Redmi A4 5G

Redmi A4 5G এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 8,499 টাকা। আবার এর 8GB RAM ও 128GB স্টোরেজের ভ্যারিয়েন্ট কেনা যাবে ৯,৪৯৯ টাকায়। আর ভার্চুয়াল র‌্যাম সাপোর্টের কারণে এর র‌্যাম ক্যাপাসিটি বেড়ে 8GB হয়ে যায়। ফোনটি স্টারি ব্ল্যাক এবং স্পার্কল পার্পল রঙে এসেছে

স্পেসিফিকেশন ও ফিচার

এই বাজেট 5G ফোনের সামনে দেখা যাবে 6.88-ইঞ্চি এইচডি + ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট ও 600 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের সুরক্ষার জন্য এই ডিসপ্লে বিশেষ সার্টিফিকেশন প্রাপ্ত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। শাওমির তরফে বলা হয়েছে যে, Redmi A4 5G দুটি অ্যান্ড্রয়েড আপডেট ছাড়াও চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম Snapdragon 4S Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা এসএ (স্ট্যান্ডেলোন) 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। অর্থাৎ এয়ারটেল গ্রাহকরা এই ফোনটি কিনলে সমস্যায় পড়তে পারেন। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে রয়েছে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ এবং 5MP সেলফি ক্যামেরা। টাইপ-সি চার্জিং সহ ফোনটিতে 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং বক্সে একটি 33W চার্জারও পাওয়া যাবে। এই ডিভাইসটি IP54 রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News