OnePlus 13 এবার ভারতে লঞ্চ হচ্ছে, দাম সহ ব্যাটারি, ক্যামেরা ফিচার ফাঁস

ওয়ানপ্লাস 13 ডিভাইসে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। সংস্থার দাবি, প্রায় দু'দিন ব্যবহার করা যাবে এই ফোন। ডিভাইসটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Update: 2024-11-27 08:21 GMT

OnePlus 13 India Launch Date

ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13 আগামী জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনের সাথে কোম্পানি ইভেন্টে OnePlus 13R এবং OnePlus Watch 3 এর উপর থেকে পর্দা সরাতে পারে। যদিও সংস্থার তরফে এখনও কিছু ‌নিশ্চিত করে বলা হয়নি। তবে আপনি যদি ডিভাইসটি কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে লঞ্চের আগে আসুন OnePlus 13 ফোনের দাম এবং সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus 13 এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে

OnePlus 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.82-ইঞ্চি ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং QHD+ রেজোলিউশন অফার করবে। এই ওয়ানপ্লাস ফোনের বড় বৈশিষ্ট্য হল আপনি গ্লাভস পরে এটি ব্যবহার করতে পারবেন।

প্রসেসর

ওয়ানপ্লাস 13 কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেটের আসবে, যা আরও ভাল পারফরম্যান্স দেবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক OxygenOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এটি চার বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট পেতে পারে।

ব্যাটারি

ওয়ানপ্লাস 13 ডিভাইসে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। সংস্থার দাবি, প্রায় দু'দিন ব্যবহার করা যাবে এই ফোন। ডিভাইসটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। একটি বিশেষ কেসের মাধ্যমে ওয়্যারলেস চার্জিং অফার করা হবে।

ক্যামেরা

ক্যামেরার কথা বললে, OnePlus 13 ফোনে 50-মেগাপিক্সেল LYT-808 প্রাথমিক সেন্সর উপস্থিত। এছাড়া পাওয়া যাবে 50 মেগাপিক্সেল টেলিফটো এবং আল্ট্রা-ওয়াইড লেন্স। ফোনটিতে হ্যাসেলব্ল্যাড ক্যামেরা ব্র্যান্ডিং দেখা যাবে। এই ক্যামেরা 4K/60fps ডলবি ভিশন ভিডিও ক্যাপচার করতে পারবে।

অন্যান্য ফিচার: ওয়ানপ্লাস 13 আইপি 68 এবং আইপি 69 রেটিং সহ আসবে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করার জন্য ভেজা হাতেও আনলক করা যাবে এই ডিভাইসটা।

ভারতে OnePlus 13 এর দাম (ফাঁস)

OnePlus 13 এর দাম 70,000 টাকার নীচে রাখা হবে বলে আশা করা হচ্ছে। OnePlus 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল, তবে আশা করা হচ্ছে যে কোম্পানি নতুন মডেলের দাম কয়েক হাজার টাকা বাড়াবে। এই ফোনটি iPhone 16 এবং Samsung Galaxy S25 এর সাথে প্রতিযোগিতা করবে।

Tags:    

Similar News