Samsung Galaxy S25 Ultra ফোনের প্রথম ভিডিও ফাঁস, ইউনিক ডিজাইন সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে
Samsung Galaxy S25 Ultra ফোনের এস পেনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। আবার এতে আরও ভাল ডিসপ্লে দেওয়া হবে। এস পেন স্টাইলাসের হেড এখন আগের তুলনায় বাঁকা হতে পারে।
Samsung Galaxy S25 Ultra: প্রতি বছরের প্রথম কোয়ার্টারে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ লঞ্চ করে। আগামী বছরেও আসছে Samsung Galaxy S25 সিরিজ। এই সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে - বেস, আল্ট্রা এবং স্লিম ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই নতুন ডিভাইস সম্পর্কিত বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আজ আবার এই সিরিজের অধীনে Galaxy S25 Ultra মডেলের প্রথম হ্যান্ডস-অন ভিডিও প্রকাশিত হয়েছে।
নতুন ফাঁস হওয়া ভিডিওতে হ্যান্ডসেটটির ডিজাইন দেখা গেছে। এই ভিডিও অনুযায়ী, স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোনে গোলাকার কর্নার থাকবে, যা বর্তমান Galaxy S24 Ultra -তে নেই। তবে ক্যামেরা মডিউলে কোনও পরিবর্তন করা হচ্ছে না। ভিডিও ফাঁসের পাশাপাশি অ্যান্ড্রয়েড অথোরিটির তরফে কিছু ছবিও শেয়ার করা হয়েছে।
স্যামসাংয়ের নতুন ফোনে বেশ কিছু আপগ্রেড দেখা যাবে
এই ছবিতে দেখা গেছে যে, Galaxy S25 Ultra ফোনের এস পেনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। আবার এতে আরও ভাল ডিসপ্লে দেওয়া হবে। এস পেন স্টাইলাসের হেড এখন আগের তুলনায় বাঁকা হতে পারে।
OneUI 7 ইউজার ইন্টারফেসের কিছু ছবিও ফাঁস হয়েছে। যেখানে নতুন চার্জিং ইন্ডিকেটর এবং কার্ভড এজ ডিসপ্লে থাকবে বলে উল্লেখ আছে। এছাড়াও নতুন আইকন, ক্যামেরা অ্যাপ্লিকেশন এবং দ্রুত সেটিংস ইন্টারফেসে দেখা যাবে বলে জানা গেছে। উল্লেখ্য, Samsung Galaxy S25 Ultra এর মডেল নম্বর SM-S938B রাখা হয়েছে
স্যামসাং আনছে স্লিম মডেল
রিপোর্ট অনুসারে, এবছর Galaxy S25 Slim মডেল ফ্ল্যাগশিপ লাইনআপে অন্তর্ভুক্ত করবে স্যামসাং। এটি হালকা এবং পাতলা ডিজাইনের সাথে আসবে। মনে করা হচ্ছে, একে iPhone 17 Air এর সঙ্গে টেক্কা দিতে লঞ্চ করা হবে এবং পোর্টেবল ডিজাইন অফার করবে।