Samsung এর 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনে 12 হাজার টাকা ছাড়, 6 হাজার টাকা ডিসকাউন্টে Galaxy A55 5G
12,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টে Samsung Galaxy S24 Ultra কিনতে পারবেন। এছাড়াও Samsung Galaxy A55 5G মডেলটিও বিশেষ ডিলে 6,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
আপনি যদি স্যামসাংয়ের ফোন কিনতে চান তাহলে স্যামসাংয়ের ওয়েবসাইটে লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। এই অফারে আপনি 12,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টে Samsung Galaxy S24 Ultra কিনতে পারবেন। এছাড়াও Samsung Galaxy A55 5G মডেলটিও বিশেষ ডিলে 6,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এদের উপর ব্যাঙ্ক অফার ও অসাধারণ এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। তবে প্রথমেই বলে দিই যে, এক্সচেঞ্জ অফারে কত টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা
গ্যালাক্সি S24 আল্ট্রা মডেলের 12GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 121,999 টাকা। তবে অফারে আপনি 12,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টে এই ফোনটি কিনতে পারবেন। এর জন্য আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া ইএমআই ট্র্যানজ্যাকশনে 6,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আর ডিভাইসটি কেনার জন্য স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 10% ক্যাশব্যাক দেওয়া হবে।
এই ফোনের উপর 70,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও রয়েছে। এছাড়াও আছে 12,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস। ফিচারের কথা বললে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটে চলবে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি A55 5G
এই স্যামসাং স্মার্টফোনের 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট কোম্পানির ওয়েবসাইটে 42,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 6,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ডিভাইসটির সাথে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও রয়েছে। ফিচারের কথা বললে, এই স্যামসাং ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির প্রাইমারি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল।