শুরু হল Samsung এর ক্রিসমাস স্পেশাল সেল, স্মার্টওয়াচ ও ইয়ারবাডে 12000 টাকা পর্যন্ত ছাড়

ক্রিস্টমাস সেলে Galaxy Buds 3 Pro কিনলে আপনি 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আবার 24 মাসের নো-কাস্ট ইএমআই এর সুবিধা রয়েছে। বাডস 3 প্রো মডেলে পাওয়া যাবে 10.5mm ডায়নামিক ড্রাইভার।

Update: 2024-12-20 17:20 GMT

Samsung Christmas Sale: ভারতের সবচেয়ে বড় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং তাদের ক্রিসমাস সেলের ঘোষণা করেছে। এই সেলে স্যামসাংয়ের লেটেস্ট গ্যালাক্সি ওয়্যারেবল প্রোডাক্টে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। স্যামসাং ক্রিসমাস সেলে স্মার্টওয়াচ ও ইয়ারবাডে 12 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। উল্লেখ্য এই ছাড়টি ক্রেতাদের কাছে ক্যাশব্যাক হিসাবে উপলব্ধ হবে।

স্যামসাং ক্রিসমাস সেল অফার

যারা স্যামসাংয়ের লেটেস্ট স্মার্টওয়াচ এবং ইয়ারবাড কিনবেন তাদের সংস্থাটি 10,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস এবং 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফার দিচ্ছে। এছাড়া 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে Samsung.com ওয়েবসাইটের 'স্যামসাং লাইভ' ইভেন্ট থেকে গ্যালাক্সি রিং কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি স্যামসাং 45W ট্রাভেল অ্যাডাপ্টার।

স্যামসাং ক্রিসমাস সেলে কোন প্রোডাক্টে কত ছাড় রয়েছে

Samsung Galaxy Watch Ultra মডেলে সেল অফার ও ফিচার

টাইটানিয়াম-গ্রেড ফ্রেমের গ্যালাক্সি ওয়াচ 12,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 10,000 টাকা আপগ্রেড বোনাস সহ কেনা যাবে। এই ওয়াচের সঙ্গে আপনি 24 মাসের নো-কস্ট ইএমআই-এর অপশনও পাবেন।

স্যামসাংয়ের সাইটে গ্যালাক্সি ওয়াচ আল্ট্রার দাম 59,999 টাকা। এতে রয়েছে 1.5 ইঞ্চি সুপার অ্যামোলেড অলওয়েজ-অন ডিসপ্লে যা সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস দেয়। এটি 10ATM ওয়াটার রেজিস্ট্যান্স অফার করে। এই স্মার্টওয়াচে 590mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি পাওয়ার-সেভিং মোডে 100 ঘন্টা এবং প্রাকটিস পাওয়ার-সেভিং মোডে 48 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

Samsung Galaxy Buds 3 Pro এর সাথে সেল অফার ও ফিচার

ক্রিস্টমাস সেলে Galaxy Buds 3 Pro কিনলে আপনি 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আবার 24 মাসের নো-কাস্ট ইএমআই এর সুবিধা রয়েছে। বাডস 3 প্রো মডেলে পাওয়া যাবে 10.5mm ডায়নামিক ড্রাইভার। এর চার্জিং কেসে আছে 515mAh ব্যাটারি।

এএনসি বন্ধ থাকলে বাড দুটি 7 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আর কেসের মাধ্যমে 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে, তবে এএনসি চালু থাকাকালীন 26 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ মিলবে। উভয় বাডে রয়েছে ব্লুটুথ 5.4 কানেক্টিভিটি এবং কোডেক সাপোর্ট।

Tags:    

Similar News