Smart Watch: ৫০০ টাকার কমে সেরা ৩ স্মার্টওয়াচ, এক্ষুনি অর্ডার করুন
আপনি কি ৫০০ টাকার কমে স্মার্টওয়াচ খোঁজ করছেন? ভাবছেন এত কমে সত্যি Smartwatch পাওয়া যায়? তাহলে বলি ই-কমার্স সাইট অ্যামাজনে আপনি এই রেঞ্জে বেশ কয়েকটি স্মার্ট ঘড়ি পেতে পারেন।
আপনি কি ৫০০ টাকার কমে স্মার্টওয়াচ খোঁজ করছেন? ভাবছেন এত কমে সত্যি Smartwatch পাওয়া যায়? তাহলে বলি ই-কমার্স সাইট অ্যামাজনে আপনি এই রেঞ্জে বেশ কয়েকটি স্মার্ট ঘড়ি পেতে পারেন। এগুলি দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্টফোনের সাথে কানেক্ট করা যায়। বাচ্চা হোক বা বড় সবাই এই ওয়াচগুলি ব্যবহার করতে পারে। আর এই স্মার্টওয়াচগুলির উপর এখন অফারও দিচ্ছে অ্যামাজন। সুতরাং আপনি যদি ৫০০ টাকার কমে স্মার্টওয়াচ খুঁজে থাকেন তাহলে এই প্রতিবেদনে আলোচনা করা মডেলগুলির কোনো একটি কিনতে পারেন।
Invicto Smart Watch
এটি কালো কালার সহ আসা একটি স্টাইলিস স্মার্টওয়াচ।এর স্মার্ট নোটিফিকেশন ফিচারের মাধ্যমে ফোনের কল, মেসেজ, নোটিফিকেশন পাওয়া যাবে। আবার এই ওয়াচটি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এতে ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। পাশাপাশি এই স্মার্টওয়াচে পাওয়া যাবে হার্ট রেট মনিটারিং, পেডোমিটার ও ক্যালোরি ট্র্যাকার।
Bouncefit Fitness Band Smartwatch
এই ফিটনেস স্মার্টওয়াচে জল প্রতিরোধী রেটিং পাওয়া যাবে। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ জেড ব্ল্যাক কালারে এসেছে। আর এই ওয়াচে রয়েছে ১.৩ ইঞ্চি ডিসপ্লে। এতেও আপনি নোটিফিকেশন পাবেন। এখন অ্যামাজন এর উপর ৮৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে।
Emartos Bluetooth Wireless Smart Watch
আপনি ব্লুটুথ ওয়্যারলেস স্মার্টওয়াচ খোঁজ করলে এটি নিতে পারেন। এতে হার্ট রেট মনিটারিং, স্লিপ ট্র্যাকিং ও ক্যালোরি ট্র্যাকিং সেন্সর উপস্থিত। এই স্মার্টওয়াচে ২ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এটি ৩৯৫ টাকায় অ্যামাজনে বিক্রি হচ্ছে।
মনে রাখবেন কম দামি স্মার্টওয়াচের সাথে অনেক সময় ওয়ারেন্টি পাওয়া যায় না। আবার অনেক সময় ওয়ারেন্টি দেওয়া হলেও সার্ভিস সেন্টার কাছাকাছি থাকে না। তাই সবকিছু দেখে তবেই নিজের জন্য সেরা মডেলটি বেছে নিন। আর দাম মাত্র ৫০০ টাকায় হওয়ায় এগুলি দীর্ঘদিন ব্যাটারি ব্যাকআপ দেবে বলেও আমাদের মনে হয় না।