মেটাল বডি সহ NoiseFit Diva 2 লঞ্চ হল, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ আছে ব্লুটুথ কলিং সাপোর্ট
ভারতে লঞ্চ হল নয়েজ নয়েজফিট ডিভা ২ (Noise NoiseFit Dive 2) স্মার্টওয়াচ। এর দাম রাখা হয়েছে ৫,০০০ টাকার কম। মূলত মহিলা ক্রেতাদের উদ্দেশ্যে এই স্মার্ট ঘড়িটি আনা হয়েছে। যেকারণে এতে মহিলাদের জন্য প্রয়োজনীয় বেশকিছু হেলথ ফিচার উপস্থিত। নয়েজ নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচে আছে বড় অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে, ব্লুটুথ কলিং সাপোর্ট, ৪ দিনের ব্যাটারি লাইফ ও আইপি৬৮ রেটিং। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
নয়েজ নয়েজফিট ডিভা ২ দাম ও উপলব্ধতা | Noise NoiseFit Diva 2 Price
নয়েজ নয়েজফিট ডিভা ২ এর সিলিকন ও লেদার স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। এই স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি রোজ পিঙ্ক, সিলভার ব্লু, ক্ল্যাসিক ব্লু কালারে পাওয়া যাবে। এর একটি মেটালিক ভ্যারিয়েন্ট আছে, এর দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। এটি রোজ লিঙ্ক ও ব্ল্যাক লিঙ্ক শেডে এসেছে। নয়েজ নয়েজফিট ডিভা ২ আগামী ২৯ অক্টোবর থেকে নয়েজ ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে।
নয়েজ নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নয়েজ নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচে আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ৪৬৬ x ৪৬৬ পিক্সেল রেজোলিউশন ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। আবার ওয়াচটি ১০০টি ওয়াচ ফেস সহ এসেছে। এছাড়া এই স্মার্ট ঘড়ির মাধ্যমে হার্ট রেট ট্র্যাকিং, এসপি০২ ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ও স্ট্রেস পরিমাপ করতে পারবেন ব্যবহারকারীরা।
এদিকে নয়েজ নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। যার জন্য এতে ডেডিকেটেড মাইক, স্পিকার দেওয়া হয়েছে। এটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি অফার করবে। মহিলাদের জন্য এই ওয়াচে ফিমেল হেলথ সাইকেল ট্র্যাকিং, অ্যাডভান্স সাইকেল ট্র্যাকিং, সাইকেল ক্যালেন্ডার প্রভৃতি ফিচার আছে। নয়েজ দাবি করেছে যে, এটি ফুল চার্জে ৪ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। আর এতে ১০০ স্পোর্টস মোড সাপোর্ট করবে। এছাড়া নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচ আইপি৬৮ রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।