শুরু হল Realme Pad 2 Lite ট্যাবের সেল, ফ্লিপকার্ট সেলে পাবেন 3500 টাকা ডিসকাউন্ট

Update: 2024-09-26 07:44 GMT

Realme P2 Pro 5G ফোনের সাথে ভারতে এসেছিল Realme Pad 2 Lite ট্যাবলেট। আজ প্রথমবার এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। Flipkart ও realme.com থেকে ট্যাবটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে প্রথম সেলে Realme Pad 2 Lite এর উপর ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হবে। এই ট্যাবে আছে 4G কানেক্টিভিটি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৮,৩০০ এমএএইচ ব্যাটারি ও ২কে সুপার ডিসপ্লে।

Realme Pad 2 Lite এর দাম ও সেল অফার

রিয়েলমি প্যাড ২ লাইট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এথ ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এটি স্পেস গ্রে ও নেবুলা ব্লু কালারে পাওয়া যাবে।

তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে রিয়েলমি প্যাড ২ লাইট এর ৪ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট যথাক্রমে ১২,৯৯৯ টাকায় ও ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া HDFC ও Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে যথাক্রমে ১৫৫০ টাকা ও ৭৫০ টাকা ডিসকাউন্ট।

Realme Pad 2 Lite এর স্পেসিফিকেশন ও ফিচার

4G কানেক্টিভিটি সহ আসা Realme Pad 2 Lite ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন উপস্থিত। ক্যামেরার কথা বললে, এর পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এই ট্যাবলেটে দেওয়া হয়েছে ৮,৩০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে রিভার্স চার্জিং অফার করে।

Realme Pad 2 Lite এর সামনে দেখা যাবে ১০.৯৫ ইঞ্চি ২কে সুপার ডিসপ্লে, যা ৮৫.২ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আর পারফরম্যান্সের জন্য এতে এআরএম মালি জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই রিয়েলমি ট্যাবে ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে।

Tags:    

Similar News