Xiaomi আনছে 12000mAh ব্যাটারির নতুন ট্যাবলেট, 120W ফাস্ট চার্জিংয়ের সাথে অ্যাপল প্যাড কে দেবে টেক্কা
Xiaomi 2025 সালে একটি OLED ট্যাবলেট লঞ্চ করতে পারে, যেখানে 144Hz রিফ্রেশ রেট সহ 11 ইঞ্চি ডিসপ্লে থাকবে। আবার এতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন প্রসেসর, 24GB পর্যন্ত RAM এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Xiaomi শক্তিশালী ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা সম্পন্ন একটি নতুন ডিভাইস চালু করার প্রস্তুতি নিচ্ছে। এটি একটি ট্যাবলেট হবে এবং রিপোর্টে দাবি করা হয়েছে যে এটি Apple Pad এর সাথে প্রতিযোগিতা করবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ আবার দাবি করেছেন যে, আসন্ন ডিভাইসটিতে ডুয়াল-সেল ব্যাটারি থাকবে। এই ট্যাবলেটের মোট ব্যাটারি ক্যাপাসিটি হবে 12000mAh। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Xiaomi-র নতুন ট্যাবে 120W চার্জিং সহ 12000mAh ব্যাটারি থাকবে
যদিও টিপস্টারও এই ডিভাইসের নাম বলেনি। তবে ব্যাটারি ক্যাপাসিটি দেখে আমরা বলতে পারি যে এটি একটি ট্যাবলেট হবে। এর আগে একাধিক ইভেন্টে দাবি করা হয়েছিল যে, Xiaomi 2025 সালে একটি OLED ট্যাবলেট লঞ্চ করতে পারে, যেখানে 144Hz রিফ্রেশ রেট সহ 11 ইঞ্চি ডিসপ্লে থাকবে। আবার এতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন প্রসেসর, 24GB পর্যন্ত RAM এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ডিজাইন অনেকটা শাওমি প্যাড 6 সিরিজের মতোই হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া আরও জানা গিয়েছিল যে ট্যাবলেটটি শাওমির রেডমি লাইনআপের অংশ হবে না এবং এর দাম প্রায় 4,000 ইউয়ান (প্রায় 46,600 টাকা) রাখা হতে পারে। বর্তমান প্রজন্মের প্যাড 7 প্রো এর টপ ভেরিয়েন্টের (12 জিবি + 512 জিবি) দাম 3,499 ইউয়ান (প্রায় 40,800 টাকা), যার অর্থ নতুন ট্যাবলেটটি প্রিমিয়াম বিভাগে এন্ট্রি নেবে এবং সরাসরি আইপ্যাডের সাথে প্রতিযোগিতা করবে।
সম্প্রতি প্যাড 7 এবং প্যাড 7 প্রো ট্যাব লঞ্চ হয়েছে
শাওমি অক্টোবরে চীনে Xiaomi 15 সিরিজের পাশাপাশি প্যাড 7 এবং প্যাড 7 প্রো ট্যাবলেট লঞ্চ করেছিল। উভয় ট্যাবলেটে 11.2-ইঞ্চি 3K 144Hz অ্যান্টি-গ্লেয়ার এলসিডি স্ক্রিন রয়েছে। প্যাড 7 স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট দ্বারা চালিত, যেখানে প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করা হয়েছে।
উভয় ট্যাবলেট শাওমির হাইপারওএস 2 কাস্টম স্কিনে চলবে। প্যাড 7-এ 13 মেগাপিক্সেল রিয়ার ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং প্রো মডেলে 50 মেগাপিক্সেল রিয়ার ও 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এদিকে প্যাড 7 45W এবং প্রো মডেলটি 67W চার্জিং সাপোর্ট সহ এসেছে। প্যাড 7 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।