Ampere Magnus EX-: বাজারে এল নয়া ই-স্কুটার, এক চার্জে চলবে 121 কিমি, Activa-র থেকেও সস্তা

By :  SHUVRO
Update: 2021-10-15 07:27 GMT

পরিবেশ দূষণের সমস্যা তো রয়েইছে, সেইসঙ্গে এখন গোদের ওপর বিষফোঁড়ার মতো অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল। গাড়ির ট্যাংক ভর্তি করতে গিয়ে পকেটের হয়ে যাচ্ছে গড়ের মাঠ। অন্য দিকে, বিদ্যুতের খরচ যেমন কম, তেমনই সস্তা রক্ষণাবেক্ষণের ফলে বৈদ্যুতিক বা ব্যাটারিচালিত দু'চাকা গাড়ির জনপ্রিয়তা এখন উর্দ্ধমুখী। আবার উৎসবের মরসুমে চাহিদায় ২৫-৩০ শতাংশ বৃদ্ধি প্রত্যক্ষ করছে Hero, Okinawa, এবং Ampere-এর মতো ভারতের ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারীরা।

Ampere তাদের Magnus ও Zeal ই-স্কুটারের মাধ্যমে ইতিধ্যেই গ্রাহকদের ভরসা আদায় করে নিয়েছে। এবার সংস্থাটি Magnus EX মডেলের একটি নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চের ঘোষণা করেছে। Magnus EX-এর দাম রাখা হয়েছে ৬৮ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম, পুনে)। ই-স্কুটারটির সবচেয়ে বড় হাইলাইট হল এক চার্জে ১২১ কিলোমিটার পথ সফর করার ক্ষমতা। ARAI-এর পরীক্ষায় এমনটাই প্রমাণিত হয়েছে। তবে টেস্ট ট্র্যাক থেকে গ্রাম্য বা শহরপথে এনে চালালে সেই রাইডিং রেঞ্জে যে কিছুটা হেরফের হবে, তা নিঃসন্দেহে বলা যায়।

Ampere Magnus EX: স্পেসিফিকেশন

অ্যাম্পিয়ার ম্যাগনাস ইএক্স ইলেকট্রিক স্কুটারে ৬০ ভোল্ট, ৩৮.২৫ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬-৭ ঘন্টা লাগে পুরো চার্জ হতে৷ আবার ৪-৫ ঘন্টায় ব্যাটারি ৭০ শতাংশ চার্জ হয়। ব্যাটারিটি স্কুটার থেকে খুলে চার্জ দেওয়া যাবে। এটি বাড়ি, অফিস, বা যে কোনও জায়গায় চার্জিং পয়েন্টে ৫ অ্যাম্পিয়ারের সকেট দিয়ে চার্জ করা যাবে।

অ্যাম্পিয়ার ম্যাগনাস ইএক্স-এ ১.২ কিলোওয়াট মোটর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ক্যাপাসিটির নিরিখে এই সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী মোটরগুলির মধ্যে অন্যতম। স্কুটারটির সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় ৫৩ কিলোমিটার। সংস্থার দাবি, এটি ১০ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে সক্ষম। চার্জ বাঁচিয়ে রাখার জন্য ইকো মোড এবং গতিতে চালানোর জন্য পাওয়ার মোডের ব্যবস্থা রয়েছে।

Ampere Magnus EX: ফিচার

অ্যাম্পিয়ার ম্যাগনাস ইএক্স-এর বিশেষ ফিচারগুলির মধ্যে ক্রোম অ্যাকসেন্ট-সহ এলইডি হেডলাইট, ৪৫০ মিমির বৃহৎ লেগরুম স্পেস (পা রাখার জায়গা) এবং ফুট রেস্ট, বড় আন্ডার সিট স্টোরেজ, কী-লেস এন্ট্রি, ভেহিকেল ফাইন্ডার, অ্যান্টি-থেফ্ট এলার্ম, এবং চওড়া সিট উল্লেখযোগ্য।

Ampere Magnus EX: কালার অপশন ও ওয়ারেন্টি

অ্যাম্পিয়ার ম্যাগনাস ইএক্স-এর উপর ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা। ই-স্কুটারটি মেটালিক রেড, গ্রাফাইট ব্ল্যাক, এবং গ্যালাকটিক গ্রে রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News