Bounce শুধু ই-স্কুটার লঞ্চ করে থেমে নেই, চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা দূর করতে নিল নতুন উদ্যোগ

By :  SUMAN
Update: 2021-12-10 18:13 GMT

দেশে ব্যাটারি সোয়াপিং পরিকাঠামো বিস্তৃত করার উদ্দেশ্যে বেঙ্গালুরুস্থিত নির্মাণকারী সংস্থা NoBroker.com-এর সাথে গাঁটছড়া বাঁধল ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা Bounce। ভারতে যৌথ উদ্যোগে ১ লাখেরও বেশি স্থানে ব্যাটারি সোয়াপিং পরিকাঠামো গড়ে তুলবে তারা। উল্লেখ্য, Park+, Readyassist, Kitchens@, HelloWorld ও Goodbox - সংস্থাগুলির সাথে যৌথভাবে দেশে ৪,৫০০-এর অধিক ব্যাটারি সোয়াপিং স্টেশন নির্মাণ করা হবে বলে আগেই জানিয়েছিল Bounce। যা দেখে NoBroker.com অধিক উৎসাহিত হয়েছে সংস্থাটির সাথে জোটবদ্ধ হতে।

প্রতি এক কিলোমিটার অন্তর ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরির লক্ষ্য প্রসঙ্গে বাউন্স (Bounce)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেকানন্দ হাল্লেকেরে (Vivekananda Hallekere) বলেছেন, “NoBroker-এর সাথে জোটবদ্ধ হতে পেরে আমরা ভীষণ উচ্ছ্বসিত। আমাদের লক্ষ্য দেশে দশ লক্ষেরও অধিক সোয়াপিং পরিকাঠামো চালু করা। এই জোট গ্রাহকদের সোয়াপিংয়ের অতি উত্তম অভিজ্ঞতা দেবে এবং আমাদের খুব সহজেই দূরের কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করবে।”

উল্টোদিকে বাউন্স (Bounce)-এর সাথে হাত মেলানোর বিষয়ে নোব্রোকার (NoBroker)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অমিত কুমার আগারওয়াল (Amit Kumar Agarwal) মন্তব্য করেছেন, “এই জোট আমাদের অতি আনন্দ দিয়েছে। এটি যে কেবলমাত্র পরিবেশকে দূষণমুক্ত করতে সাহায্য করবে শুধু তাই নয়, পাশাপাশি NoBrokerHood-এর বাসিন্দাদেরও অনেক সুবিধা দেবে। এছাড়াও জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কালো ধোঁয়া কমাতেও সহায়ক হবে।”

উল্লেখ্য, সম্প্রতি Infinity E1 নামক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Bounce। এই ই-স্কুটারটি ব্যাটারি সমেত অথবা ব্যাটারি ছাড়া উভয় বিকল্পেই কেনার সুবিধা রয়েছে। ব্যাটারি ও চার্জার সমেত কিনলে এর দাম পড়বে ৬৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে ব্যাটারি ছাড়া কিনলে Bounce Infinity E1-এর সর্বনিম্ন মূল্য ৩৬,০০০ টাকা (গুজরাতের সরকারের ভর্তুকি ধরে)।

Tags:    

Similar News