Phone Call Caller ID Scam: ফোন এলে ভেসে ওঠা তথ্যের উপর বিশ্বাস নয়, বড়সড় প্রতারণার গন্ধ পাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা

Phone Call Caller ID Scam - ভিসিং বা ভয়েস-ফিশিং হল এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইবার অ্যাটাক। যেখানে স্ক্যামাররা ব্যাঙ্কের তথ্য, পাসওয়ার্ড বা সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য পাওয়ার জন্য ফোনে ব্যক্তিদের জালিয়াতি করার চেষ্টা করে।

Update: 2024-11-07 12:40 GMT

ফোন এলে কলার আইডিতে ভেসে ওঠে একাধিক তথ্য। চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করা উচিত নয় বলে মত সাইবার বিশেষজ্ঞদের। এই মর্মে সরকারি অধিকারিকদের উদ্দেশ্যে সাবধানবাণী জারি করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, অপরাধীরা জাল কলার আইডি বানাতে শুরু করেছে। যাতে ফোন এলে মনে হয় সত্যি কোনও সরকারি নম্বর থেকে ফোন এসেছে।

এই সতর্কতা জারি করেছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। একাধিক মন্ত্রণালয় এবং সরকারি দফতরে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছে এই সাইবার নিরাপত্তা সংস্থা। তাদের মতে, সাইবার অপরাধীরা বিশ্বস্ত দফতরের ছদ্মবেশ ধারণ করতে চাইছে এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা বা প্রযুক্তিগত সহায়তা কর্মীদের নামে ভুয়ো কলার আইডি বানিয়ে জালিয়াতি শুরু করেছে। এই প্রক্রিয়াকে সাধারণত বলা হয় ভিসিং।

ভিসিং কী?

ভিসিং বা ভয়েস-ফিশিং হল এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইবার অ্যাটাক। যেখানে স্ক্যামাররা ব্যাঙ্কের তথ্য, পাসওয়ার্ড বা সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য পাওয়ার জন্য ফোনে ব্যক্তিদের জালিয়াতি করার চেষ্টা করে। তারা যে আসল তা বিশ্বাস করানোর জন্য প্রায়ই ব্যাংক, সরকারি সংস্থা বা প্রযুক্তি সহায়তা দলের মতো বৈধ সংস্থার ছদ্মবেশ ধারণ করে থাকে।

তারপর উক্ত দফতরের অফিশিয়াল সিস্টেমের নিয়ন্ত্রণ পেতে হ্যাকিং শুরু করা হয়। সরকারি কর্মীদের উপর এই আক্রমণের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। কলার আইডি সহজে হ্যাক হতে পারে এমন সাবধানবাণী জারি করে সরকারি কর্মীদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে।

কলার আইডি হ্যাক করার পর আপদকালীন পরিস্থিতির নাম করে ভুয়ো লিঙ্ক পাঠানো হয়। এমনকী সরকারি সংবেদনশীল অফিশিয়াল সিস্টেমের নিয়ন্ত্রণ পাওয়ারও চেষ্টা করে তারা। সরকারি কর্মীদের পাশাপাশি অন্যান্য পেশার মানুষদের উপরও একই প্রতারণা চালানো হয়। তাই ফোন আসার সময় কলার আইডিতে ভেসে ওঠা তথ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে বারণ করেছে কেন্দ্রীয় সাইবার বিশেষজ্ঞরা।

Tags:    

Similar News