আইফোন ১৬ প্রো নাকি গুগল পিক্সেল ৯ প্রো, কোন ফোন তৈরি করতে কত খরচ হয়েছে বলুন তো?

Google Pixel 9 Pro vs iPhone 16 Pro - পিক্সেল ৯ প্রো টেনসর G4 প্রসেসরের দাম ৮০ ডলার। ফোনের M14 ডিসপ্লে তৈরি করেছে স্যামসাং, যার খরচ ৭৫ ডলার এবং ক্যামেরার খরচ মাত্র ৬১ ডলার। আইফোন ১৬ এর ডিসপ্লের খরচ ১৩৫ ডলার। ক্যামেরা ৯১ ডলার এবং স্যামসাংয়ের M14 ডিসপ্লের দাম ১১০ ডলার।

Update: 2024-11-07 14:42 GMT

আইফোন ১৬ প্রো এবং গুগল পিক্সেল ৯ প্রো এই মুহূর্তে বিশ্বের সবথেকে দুই জনপ্রিয় ও হাই-এন্ড স্মার্টফোন। কিন্তু, দুটির উৎপাদন খরচে রয়েছে বিস্তর পার্থক্য। আইফোনের তুলনায় অনেক কম খরচে তৈরি হয় গুগল পিক্সেল। নিকেই’র রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল ৯ এর মানুফ্যাকচারিং খরচ যেখানে ৪০৬ ডলার (৩৪,০০০ টাকা), সেখানে আইফোন ১৬ এর ম্যানুফ্যাকচারিং খরচ ৫৬৮ ডলার (৪৮,০০০ টাকা)।

দুই ফোনের উৎপাদনে খরচে এমন পার্থক্য কেন?

অবাক করা বিষয় হল, পিক্সেল ৯ প্রো বানানোর খরচ পিক্সেল ৮ এর থেকেও কম। কারণ এই মোবাইলে ব্যবহৃত উপাদান অনেক সস্তা। এক টেক রিপোর্ট অনুযায়ী, পিক্সেল ৯ প্রো টেনসর G4 প্রসেসরের দাম ৮০ ডলার। ফোনের M14 ডিসপ্লে তৈরি করেছে স্যামসাং, যার খরচ ৭৫ ডলার এবং ক্যামেরার খরচ মাত্র ৬১ ডলার।

অপরদিকে, আইফোন ১৬ এর ডিসপ্লের খরচ ১৩৫ ডলার। ক্যামেরা ৯১ ডলার এবং স্যামসাংয়ের M14 ডিসপ্লের দাম ১১০ ডলার। আইফোনে ব্যবহৃত উপাদান তুলনামূলক দামি। যে কারণে পিক্সেল ৯ প্রো বানাতে গুগলের যা টাকা খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ হয় আইফোন ১৬ প্রো বানাতে। সেই প্রভাব দুই ফোনের রিটেল প্রাইসেও দৃশ্যমান।

এছাড়া পিক্সেল ৮ প্রো-তে ব্যবহৃত ডিসপ্লে পিক্সেল ৯ প্রো এর থেকে বড়। যে কারণে এই ফোনটির দাম বেশি। ভারতে দুই ফোনের দামের তফাৎ কত আসুন জেনে নেওয়া যাক।

ভারতে Google Pixel 9 ও iPhone 16 Pro এর দাম

ভারতে গুগল পিক্সেল ৯ প্রো এর দাম শুরু হয়েছে ১,০৯,৯৯৯ টাকা থেকে। আর আইফোন ১৬ প্রো এর দাম শুরু ১,১৯,৯৯৯ টাকা থেকে। দুই ফোনের দাম মধ্যে ১০ হাজার টাকার তফাৎ। তাছাড়া পিক্সেল ৯ প্রো-তে পাওয়া যায় ২৫৬ জিবি স্টোরেজ, যেখানে আইফোন ১৬ প্রো-তে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। তবে মার্কেট রিটেল প্রাইস (MRP) আরও কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন - মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, প্যাকেজিং ইত্যাদি।

Tags:    

Similar News