আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Nubia Z70 Ultra, রয়েছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর

Nubia Z70 Ultra স্মার্টফোনটির ওপর থেকে অবশেষে পর্দা সরালো সংস্থা। এটি অত্যাধুনিক এআই ফিচার সহ শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা সিস্টেম এবং বিশাল ব্যাটারির সাথে এসেছে।

Update: 2024-11-22 06:38 GMT

Nubia Z70 Ultra Launched

প্রত্যাশামতোই নুবিয়া আনুষ্ঠানিকভাবে চীনে তাদের ২০২৪ সালের আল্ট্রা-ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Nubia Z70 Ultra লঞ্চ করেছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে এবং কোম্পানির নেবুলা এআইওএস (AIOS)-এর মাধ্যমে ডিভাইসটি নতুন নতুন এআই ফিচার অফার করবে। ফ্ল্যাগশিপ-গ্রেড হার্ডওয়্যার এবং অনন্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ, নুবিয়া জেড৭০ আল্ট্রার লক্ষ্য কর্মক্ষমতা এবং উদ্ভাবনে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করা। আসুন এই নবাগত হ্যান্ডসেটটির ডিজাইন, সকল স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

Nubia Z70 Ultra ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন

নুবিয়া জেড৭০ আল্ট্রা হ্যান্ডসেটে ৬.৮৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ফুল-স্ক্রিন ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটির ওপর ক্যামেরার জন্য কোনও দৃশ্যমান কাটআউট নেই, অর্থাৎ এতে আন্ডার স্ক্রিন সেলফি ক্যামেরা রয়েছে। আল্ট্রা-স্লিম কালো বেজেলগুলির পরিমাপ মাত্র ১.২৫ মিলিমিটার এবং ডিভাইসটি ৯৫.৩% স্ক্রিন-টু-বডি রেশিও প্রদান করে। এই স্ক্রিনে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করে

উন্নততর পারফরম্যান্সের জন্য, নুবিয়া জেড৭০ আল্ট্রা লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত। এটিতে এআই ফ্রেম পারসেপশন ২.০ রয়েছে, যা ২৫% সিস্টেম ফ্লুয়েন্সি এবং ৫০% অ্যাপ লঞ্চের গতি বাড়ায়। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে বড় ৬,১৫০ এমএএইচ সেকেন্ড-জেনারেশনের সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে৷ এছাড়াও, হ্যান্ডসেটটির আইপি৬৮/আইপি৬৯ সার্টিফিকেশন প্রাপ্ত বিল্ড, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল স্পিকার সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্সকে উন্নত করে।

নুবিয়া জেড৭০ আল্ট্রা ফোনের একটি প্রধান হাইলাইট হল এর ফটোগ্রাফি। কোম্পানি এতে "ইন্ডাস্ট্রি-এক্সক্লুসিভ ৩৫ মিমি হিউম্যান-আই বায়োনিক ডায়নামিক লেন্স" ব্যবহার করেছে। ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও এফ/১.৫৯ - এফ/৪.০-এর একটি অ্যাডাপ্টিভ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, অটোফোকাস সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো লেন্স এবং ওআইএস সহ একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স।

এরসাথে, সুনির্দিষ্টভাবে ফোকাস করা এবং শুটিং করার জন্য ডিভাইসটিতে একটি এসএলআর-লেভেলের যান্ত্রিক শাটার বাটন রয়েছে, যা মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে উন্নত করে। উল্লেখযোগ্যভাবে, নুবিয়া জেড৭০ আল্ট্রা হল প্রথম ডিভাইস যা কোম্পানির সম্পূর্ণ ভয়েস দ্বারা নিয়ন্ত্রিত এআই অপারেটিং সিস্টেম, নেবুলা এআইওএস (Nebula AIOS)-এর সাথে আত্মপ্রকাশ করেছে। এর ফিউচার মোড ইন্টারঅ্যাকশনকে সহজ করে, আবার “টাইম ক্যাপসুল”, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিন-অফ চ্যাট এবং এআই ট্রান্সলেশনের মতো এআই টুল দৈনন্দিন ব্যবহারকে আরও সুবিধাজনক করে তোলে।

Nubia Z70 Ultra ফোনের মূল্য এবং লভ্যতা

নুবিয়া জেড৭০ আল্ট্রা ফোনটি বর্তমানে চীনা বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, আগামী ২৫ নভেম্বর থেকে এর সেল শুরু হবে। ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫২,৫০০ টাকা)। এছাড়া, উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত স্টারি স্কাই কালেক্টরস সংস্করণের দাম যথাক্রমে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৩০০ টাকা) এবং ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৪,১২০ টাকা)।

আবার এর ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সহ স্টারি স্কাই কালেক্টরের সংস্করণটি পাওয়া যাবে ৫,৫৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৩০০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,০০০ টাকা) মূল্যে। আর টপ-এন্ড ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৬,২৯৯ ইউয়ান (প্রায় ৭৩,৪৫০ টাকা)।

Tags:    

Similar News